স্বাধীন খসরুর গদ্য ‘অদম্য মেয়েদের কৃতিত্বকে মূল্যায়ন’

প্রকাশিত : মার্চ ১১, ২০২৪

রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় নারী প্রধান। এরপরও বড় ধরনের আক্ষেপ থেকেই যায়। জানি, এই মেয়েদের কৃতিত্বকে যথার্থ সম্মান দেখানো হবে না। পুরস্কৃত করা তো দূরের কথা। শুধুমাত্র মিডিয়া আর লোকদেখানোর জন্য এয়ারপোর্টে রিসিভ করার নামে কিছু রথি-মহারথি থাকবে, সংখ্যায় তাদের থেকে বেশি, পেছনে দাঁড়িয়ে ওদের সাথে ছবি তুলতে হবে। ক্লিক ক্লিক করে ছবি তোলা হবে, পত্রিকায় ছাপা হবে, টেলিভিশন খবরে দেখানো হবে, টকশোতে তাদেরকে নিয়ে টকটক কথা হবে।

এয়ারপোর্ট থেকে বের হয়ে ওরা ট্রেনে, পাবলিক বাসে, ভ্যান গাড়িতে গাদাগাদি করে গ্রামের বাড়ি পৌছাবে।  আর ওইদিকে কিছু ভণ্ড মোড়ল, ফতোয়াবাজের দল তো তৈরি আছে গ্রামের প্রবেশদ্বারে দুর্গন্ধ ও ময়লাযুক্ত কিছু বাজে কথার বয়ান নিয়ে। তাদেরকে নীরবে নিভৃতে ঘৃণিত কথাগুলো শুনতে হবে।

এরপরও এই অদম্য ছোট্ট মেয়েরা চ্যাম্পিয়ন হওয়া, বাংলাদেশের পতাকাকে উঁচিয়ে ধরা, উল্লাস করা, আনন্দে অশ্রুসিক্ত চোখে চিৎকার করা, সেই অনুভূতিগুলো তাদের জীবন থেকে কেউ মুছে দিতে পারবে না। তোমাদের জন্য আকাশসম ভালোবাসা।

লেখক: অভিনেতা