সূর্যের পতন
মিছিল খন্দকারপ্রকাশিত : জানুয়ারি ২৮, ২০১৮
সূর্যের জন্য এত হুলুস্থূল, তার উদয় এমন শোরগোল তোলার মতোন ঘটনা- কুয়াকাটা না এলে জানাই হতো না। কত লোক চোখ কচলাতে কচলাতে, শার্টের বোতাম লাগাতে লাগাতে, জুতার ফিতা বাঁধতে বাঁধতে, চুল আঁচড়াতে আঁচড়াতে, সিগারেট ধরাতে ধরাতে খরগোশ গতিতে যেতে থাকে সূর্যোদয়কে উপলক্ষ্য করে গুরুত্ববহ হয়ে ওঠা কয়েক মাইল পরের একটা বাঁকে- যেখানে দাঁড়ালে সমুদ্র গভীর থেকে সূর্যের জেগে ওঠাটাকে প্রকৃতার্থে ফাঁকি মনে হবে না।
এক্সাইটিং অপেক্ষার পর সূর্যের উদয় হয়। উঠেই এমন লঙ্কাকাণ্ড দেখে সে ভ্যাকাচ্যাকা খায়, ফলত অপ্রস্তুত- লজ্জাটজ্জা পায় বলে মনে হয়। ধারণা করি, তাতে তার আরো জেগে ওঠা কিছুটা বিলম্বিত হয়। ক্রমে সে টের পেতে থাকে নিজ প্রয়োজনীয়তাকে। এমতাবস্থায় তার অপ্রস্তুত বিনয় রূপ নেয় অহংকারে। ফলে তেজ আরো বাড়ে।
এমন ঘটনাপ্রবাহে সময় গড়িয়ে কুয়াকাটায় ঝলসানো দুপুর নেমে আসে। ক্রমে সূর্য প্রবীণ হতে থাকেন, দিনেরও ভারিক্কি ভাব চলে আসে- ফলত বিকেল। এদিকে লোকজনও হারামি বহুত। তারা সূর্যের বদলে যাওয়া অহম স্মরণে রেখে বসে থাকে সন্ধ্যার অপেক্ষায়। দেখতে চায়, সমুদ্র থেকে জন্মানো সূর্যের কিভাবে সমুদ্রেই পতন হয়ে যায়!
লেখক: কবি ও গণমাধ্যমকর্মী