সুদীপ্ত সাধুখাঁ
সুদীপ্ত সাধুখাঁর কবিতা ‘ছিহ্ আগুন’
প্রকাশিত : মার্চ ২৬, ২০২২
ফুরিয়ে যাওয়া রাত্রিজুড়ে
লুম্পেনেরা খেলছে জুয়া
মাথার ভেতর চুঁইয়ে পড়ে
তীব্র আকর বন মহুয়া
আপৎকালীন ঘণ্টা রাতের
শিরায় শিরায় দিচ্ছে হানা
অন্ধকার তো ভীষণ তুখোড়
ভালোবাসায় পোষ মানে না,
ফালতু ক্রোধের খেলনা আগুন
নোংরা তোমার দু’হাত থেকে
ওদের ঘরে চলকে পড়ে
পুড়িয়ে দিলো সন্ততিকে,
আমরা যারা ঘুমিয়ে ছিলাম
এবং যারা ঘুমিয়ে থাকি
লুকিয়ে লুকিয়ে আড়চোখেতে
সমস্ত পাপ খবর রাখি,
লেংটো লেখক, উলঙ্গ সব
বাজারজুড়ে নিচ্ছি তালি
কবতে বেচে দিন চালিয়ে
সাবাশি নিই পাঁচমেশালি
পুড়ছে যারা জ্বলছে যারা
মরছে যারা অনায়াসে
আমরা তাদের মেরে খেলাম
দৃষ্টিকটু জয়োল্লাসে!
ঝলসে ওঠা দগদগে ঘা
মৃত্যু বেচে আঁতুর ঘরে
আমরা তখন উৎসবেতে
হাততালি দিই আস্তাকুঁড়ে।