
সিরাজগঞ্জে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৫
প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বিপুল সেখকে (৩৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার রামবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বিপুল ওই মহল্লার মাজেদ আলীর ছেলে। বিপুল তার বাড়ির পাশে একটি বাঁশের মাচা তৈরি করছিলেন। এতে একই মহল্লার শহিদুল ইসলাম ও তার লোকজন বাধা দেন। পরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে বিপুলকে তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে ও হাঁসুয়া দিয়ে কোপ দেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বিপুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। এরপর রাত ১১ টার দিকে বিপুল মারা যান।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, “বাড়ির পাশে বাঁশের মাচার তৈরির ঘটনায় কথা কাটাকাটির একপর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা বিষয়টি জানার পর রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।”
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের কিছু নাম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।”