সাহিত্যিক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপ্যাধ্যায়ের আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৫

সাহিত্যিক ও চিত্রনাট্যকার নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপ্যাধ্যায়ের আজ জন্মদিন। ১৯০৫ সালের ১৫ জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনার ফুটিগোদা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। প্রাথমিক পড়াশোনা শেষে কলকাতা বেলেঘাটার বঙ্গবাসী স্কুলে ভর্তি হন। সেখান থেকে ১৯২২ সালে ম্যাট্রিক পাশ করেন।

এরপর সিটি কলেজের অধ্যক্ষের সঙ্গে বাকবিতণ্ডা হওয়ার জেরে তাকে বার্ষিক পরীক্ষায় বসতে দেয়া হয়নি। ফলে সেখানেই প্রাতিষ্ঠানিক পড়াশোনার ইতি ঘটে। বাংলার শিশুসাহিত্যে, বিশেষ করে অনুবাদ সাহিত্যে তার অবদান অসামান্য। বিদেশি সাহিত্যিক যেমন, শেক্সপীয়র, চার্লস ডিকেন্স, এইচ. জি ওয়েলসের সঙ্গে বাংলা শিশুসাহিত্যের পরিচয়, মূলত তার অনুবাদের মাধ্যমেই।

এর বাইরেও তার অন্য এক পরিচয় আছে, তিনি চলচ্চিত্র জগতের একজন সফল কাহিনিকার, পরিচালক, গীতিকার এবং অভিনেতা। কিন্তু তার বিশেষ পরিচয়, তিনি গল্পদাদুর আসরের পরিচালক, গল্পভারতী পত্রিকার সম্পাদক, বেতারে বিদ্যার্থীমণ্ডল এবং পল্লিমঙ্গল আসরের প্রতিষ্ঠাতা।

তার রচিত উল্লেখযোগ্য সংকলনগুলি হলো, শেক্সপীয়রের কমেডি ও ট্র্যাজেডি, এইচ. জি ওয়েলসের গল্প ইত্যাদি। ১৯৬৩ সালের ২৩ জুলাই নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপ্যাধ্যায় মৃত্যুবরণ করেন।