সাহিত্যিক অশোক বড়ুয়ার আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৪

সাহিত্যিক অশোক বড়ুয়ার আজ মৃত্যুদিন। ১৯২১ সালের ১৩ নভেম্বর চট্টগ্রামের ফটিকছড়ির হাইদচকিয়া গ্রামে তার জন্ম। ১৯৬৮ সালের ৯ সেপ্টেম্বর তিনি মারা যান।

অশোক বড়ুয়া ১৯৩৯ সালে ফটিকছড়ি করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করার পর কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন।

কিন্তু ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযোদ্ধ শুরু হলে তিনি ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর অধীনে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে চিকিৎসা দলের সাথে কাজ করেন। যুদ্ধের পর সেখান থেকে কলকাতার একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন।

এরপর ১৯৪৭ সালে দেশ বিভাগের পর চট্টগ্রামে ফিরে আসেন এবং সেখানে আগমনের পর সেখানকার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে আয়কর হিসেবের খাতা লেখার কাজ করতেন।

পরে তিনি ‘বৌদ্ধ সংস্কৃতি সঙ্ঘ’ নামের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন ও এর সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি অবিভক্ত পাকিস্তানের `পাকিস্তান বৌদ্ধ সমিতি`র সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন।

চট্টগ্রামে অবস্থানকালীন অশোক ‘পারমিতা’ এবং `বিশ্বমৈত্রী’ নামক অঞ্চলিক সাময়িকপত্র সম্পাদনা করতেন এবং মূলত সেসময় থেকেই তার লেখালেখি শুরু। তিনি মূলত সাময়িকীর জন্য বিভিন্ন কবিতা, গল্প, প্রবন্ধ ও গান রচনা করে জনপ্রিয়তা অর্জন করেন।

তার উল্লেখযোগ্য দুটি গ্রন্থ হলো, মানস কবি ও চন্দ্রগোমী।