সানোয়ার রাসেল
সানোয়ার রাসেলের মন খারাপ বিষয়ক তিনটি কবিতা
প্রকাশিত : মার্চ ০২, ২০২২
মন খারাপের কাব্য
এক পৃথিবী জলের তলে যাক না ডুবে
আরও হাজারটা তো পায়ের নিচে
রয়েই যাবে।
তুমি ভয় পেয়ো না মেয়ে,
হোক না প্রলয়,
এ হাত তোমার পাশেই পাবে।
সূর্যডোবা সাঁঝবেলাটা মন খারাপের,
পরেও কিছু গল্প থাকে জোছনা রাতের।
একলা উঠান বসে তুমি গুণবে তারা
তুমি একলা তো নও মেয়ে।
জেনো, পাশেই আছি
যখন তুমি বাঁধনহারা।
যখন
অনেক লোকের মাঝেও তুমি
হও উদাসী,
তোমার আনমনা মন
হাজার ভিড়েও হয় উতলা
তুমি খুঁজছ কাকে মেয়ে?
দেখো খোঁপার চুলে
আমার আঙুল করছে খেলা।
মন খারাপ
জানি না আজ আমার কেন মন খারাপ
মন খারাপের আমার কোনো কারণ নেই
মন খারাপের দিনগুলোতে
গুমরে মরার বারণ নেই
হয় না এমন? হঠাৎ করেই হয় নাকি?
শিউলিঝরা রাস্তা দেখেই মন কাঁদে
মেঘগুলোকে অশ্রু ভেবে
কাঁদতে খুবই সাধ জাগে
জানি না আজ আমার কেন মন খারাপ
মন খারাপের আমার কোনো কারণ নেই
মন খারাপের দিনগুলোতে
গুমরে মরার বারণ নেই
বৃষ্টিভেজা সন্ধ্যা কিছু এইরকম
বোধহয় আমার যাওয়ার কোনো জায়গা নেই
ইস্টিশনে রেলগাড়িটার
থামার তবু কায়দা নেই
জানি না আজ আমার কেন মন খারাপ
মন খারাপের আমার কোনো কারণ নেই
মন খারাপের দিনগুলোতে
গুমরে মরার বারণ নেই
এই গোধূলি মন খারাপের আলোয়
আজকে না হয় না-ই বা গেলে ফিরে
এই গোধূলি―
মন খারাপের আলোয়
তারচে চলো এই গোপাটের ধারে
বসে দুজন দেখি একই সাথে
ঘরের দিকে ফেরা হাঁসের সারি
আজকে না হয় না-ই বা গেলে বাড়ি
দেখবে চলো কেমন মাঠের থেকে
রাখাল ছেলে ফিরছে পাজন হাতে
দূরের ছায়া সারা গায়ে মেখে
উড়িয়ে ধুলো ফিরছে গরুর পালে
আজ যেও না দোহাই তোমার লাগে
মনে আমার ভীষণ শংকা জাগে
ফেরার পথে মস্ত ফ্যাসিবাদী
কিংবা শ্বাপদ ওৎ পেতে রয় যদি
কিংবা ধরো, ভয়াল কোনো আইন
ফাঁদ পেতে রয় তোমায় তুলে নিতে
আজকে না হয় না-ই বা গেলে ফিরে
এই গোধূলি ফুরিয়ে গেলে পরে
লেবুর ফুলে জ্বলবে জোনাক যখন
তোমায় আমি গান শোনাবো না হয়
আকাশ ধোয়া জোছনা চাঁদের মতন
কসম খোদার আজ যেও না ফিরে
তাকিয়ে থাকা লুটেরাদের ভিড়ে
যে ভিড় খেয়ে শেষ করেছে সব
ভোটের মানুষ― মানুষের উৎসব
শেষ করেছে উচ্চকিত গলা―
শেষ করেছে সাহস― কথা বলা―
শেষ করেছে তোমার মতো নারী―
শেষ করেছে গুম আর খুনের মাতম― আহাজারি
সে ভিড় ঠেলে কেমন করে আমি
ফিরতে তোমায় দেই বলো নিশ্চিতে
কত মানুষ হারিয়ে গেল, জানো
মতপ্রকাশের রঙিন জামা নিতে
আজকে না হয় না-ই বা গেলে ফিরে
এই গোধূলি―
মন খারাপের আলোয়
আমার সাথেই বাঁচো ভালোয় ভালোয়