সানোয়ার রাসেলের কবিতা ‘আজান’

প্রকাশিত : মে ০৫, ২০২১

`আল্লাহু আকবার, আল্লাহু আকবার।`
কী মধুর ধ্বনি
শোনাও যে তুমি
দৈনিক পাঁচবার।
হে মুয়াজ্জিন, তোমায় সালাম,
তুমি তো ভাগ্যবান।

বেলালের সুর কী যে সুমধুর,
কণ্ঠে নিয়েছো তুলি।
`আল্লাহ মহান` ঘোষণা করছ
কিছুতে যেন না ভুলি।

হে মুয়াজ্জিন, তোমায় সালাম,
তুমি তো ভাগ্যবান,
কাল ক্বিয়ামতে উঁচু হবে জানি
তোমারই গর্দান।
শুনে যত প্রাণী আজানের ধ্বনি,
সকল জ্বিন-ইনসান,
কাল ক্বিয়ামতে তোমার তরে
করবে সাক্ষ্যদান।
ওহে, তুমি তো ভাগ্যবান।

আল্লাহ ব্যতীত নেই উপাস্য
সাক্ষ্য দিচ্ছ তুমি,
সে কথা শুনিয়া সেজদাবনত
আকাশ এবং ভূমি।
মুহাম্মদ যে খোদার রাসূল
সাক্ষ্য দিচ্ছ তারও,
দিনে পাঁচবার এ কথা বলার
ভাগ্য আছে কি কারও?
সালাহের তরে ফালাহের তরে
করছ যে আহ্বান,
সে ধ্বনি শুনিয়া ছুটিয়া পালায়
ইবলিস শয়তান!
ওগো, তুমি যে ভাগ্যবান।

হে মুয়াজ্জিন,
বারবার বলো আল্লাহু আকবার,
কণ্ঠ তোমার ভেদ করে যাক
সকল অন্ধকার,
তোমার গর্বে মাথা উঁচু করে
মসজিদের মিনার।
শোনাও তুমি পাঁচটি বেলায়
সুমহান আহ্বান,
শুনে সেই ধ্বনি
জাগুক আজকে
বিশ্ব মুসলমান।