সাঈফ ইবনে রফিক

সাঈফ ইবনে রফিক

সাঈফ ইবনে রফিকের পাঁচটি কবিতা

প্রকাশিত : জুলাই ৩১, ২০২১

ঘামের চেয়ে বিশুদ্ধ পানীয়

যখন তেলের চেয়ে ঘিয়ের দাম কম
সাপ্লাই-ডিমান্ডের গোলকধাঁধায়
মদের চেয়ে বেড়ে গেছে পানির দাম—
তখন জল উৎসবের আয়োজন করলো জাতিসংঘ।
পৃথিবীর সেরা সেরা ব্রান্ডের পানীয় জল নিয়ে
হাজির হতে বলা হলো বিশ্ব নেতাদের।

উটের মুত নিয়ে হাজির সৌদি আরব
ইন্ডিয়াও এলো গোমুত্র নিয়ে
ত্রিপিটকের পৃষ্ঠা ঘেঁটে কিছু না পেয়ে
নিজেরটা নিয়েই হাজির হলেন অং সান সুকি।
বিশ্বকে তাজা মুত খাওয়াবে বলে
একটা জীবিত শুয়োর নিয়েই
কনফারেন্স রুমে ঢুকে
পড়লো ভ্যাটিক্যান।

এসব দেখে ঘামছে বাংলাদেশ—
কপালে ঘাম দেখে
লোভে জিভ লকলক করছে বিশ্বনেতাদের!
ঘামের চেয়ে বিশুদ্ধ পানীয় আর কী হতে পারে?

সন্দেহ

এত এত মিথ্যার বিরুদ্ধে
দাঁড়িয়ে; আমি কি একা?
হয়তো না। সত্যরা চিনছে না
আমাকে।

কেউ কেউ আমাকে বরং
আরও বড় মিথ্যা বলে সন্দেহ করছে।

ইয়াজুজ-মাজুজ

ইয়াজুজ-মাজুজ এসে দেখবেন—
জুলকারনাইনের সিংহাসনে
বসে আছেন বুড়ো জো বাইডেন!
এরই মধ্যে পৃথিবী ছেড়ে
পালিয়ে গেছে শয়তান।

পৃথিবীকে বশ করে রেখেছে বিজ্ঞান।
টিভি সিরিয়াল থেকে শুরু করে
দর্শনশাস্ত্র, সবখানে ইনডিভিজুয়ালের
ব্যাপক প্রচারণা; ভিড়ের গলিত ঢলে
সবাই একা একা।
প্রত্যেক মানুষ অপরকে `অমানুষ`
সন্দেহ করছে!

সেজান জুস

রক্ত মিশে গেলে সেজান জুসে
ওটা হারাম।
এভাবে ভাবতে গিয়ে মনে হলো—
আপনারা আমাকেও ফাঁসিয়ে দিতে পারেন,
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে
ব্রান্ডের দুর্নামে কোটি টাকা
ক্ষতিপূরণ; জামিন অযোগ্য।

তাই কৌশলে বিষয়টি এড়িয়ে গেলাম।
আমিতো জানি, আগুনের শ্বাসরোধ হয়
নিজস্ব ধোঁয়ায়।

গ্ল্যামার

অথচ ম্যারাডোনা
আন্ডারওয়ার্ল্ড ড্রাগসের বিজ্ঞাপন
হইতে পারতেন!
তিনি যখন বাহুতে চে গুয়েভারার মুখ
আঁকলেন; হাভানা চুরুটে
অফরোড শোঅফে
জড়ালেন জীবন।

গ্ল্যামার সেখানেও ছিল।

নীলাভ সাদা ডিসপোজাল মাস্কের মতো—
মুখ ঢাকা করোনার ভীতি,
সাথে কিছুটা শরম;
বিশ্বকাপ না জেতা
আর্জেন্টাইন বেদনার বিপরীতে
ম্যারাডোনার স্ক্যান্ডাল ভালোবাসি।
আমাদের অ্যান্টি-স্টাবলিশমেন্টের সাথে
দারুণভাবে মিলে যায়
হাতের গোলে ইংরেজবধ!