সাঈদ জুবেরী
সাঈদ জুবেরীর তিনটি কবিতা
প্রকাশিত : জুন ১৯, ২০২২
ফানা ৩
আমি তাকে ভালো বাসতে বাসতে তার কর্ণ হয়ে যাই, যে কর্ণ দ্বারা সে শোনে; চক্ষু হয়ে যাই, যে চক্ষু দ্বারা সে দেখে; হাত হয়ে যাই যে হাত দ্বারা সে স্পর্শ করে; পা হয়ে যাই, যা দ্বারা সে হাঁটে। হাদিসে কুদসি
অতঃপর মাতৃভাষায় আমি তাকে প্রার্থণা করি... যখন জ্ঞানপাপীরা কোলাহল করেন আরবিতে, সংস্কৃতে কিংবা ইংরেজিসহ যাবতীয় অন্য ভাষায়, তারপর নীরবতায় সে আমাকে কবুল করে। শেষে আমি ক্ষমা চাই নিজের ভাষায়, যেহেতু আমার পাপ ও ভুল কথার ভেতর লুকিয়ে এসেছি অতীতের কাছে। এখন আশা করা যায় অত্যাশ্চার্যের কাছে, আয়নার ভেতর একটি, আর তার বাইরে একটি ময়ূর, মন নেচে উঠছে তখন...। যখন রাসুল (সা.) বলছেন আল্লাহর কথাগুলো নিজের ভাষায়।
২৫ ফেব্রুয়ারি ২০২১
ফানা ১
যেদিকে তাকাও সেদিকেই তার চেহারা বিদ্যমান রয়েছে
বাঁকা পথের খোঁজে নিজেই গিয়েছি বেঁকে।
ভালোবাসার চল্লিশ নিয়ম
আর আর্ট অব ওয়ার খুলে
নদীর ওপর একটা অসমাপ্ত ব্রিজ দাঁড়িয়ে থাকে।
পায়ের নিচে রেখে অদ্ভুত চোরাটান
আমি চলে যাব, কিংবা তুমি কোন দিগন্তে পৌঁছাবে
আমি জানি চুপ থাকা সমাধান না
কথা বলাও কখনও কখনও অর্থহীন হয়ে ওঠে,
শব্দ আমাদের ব্যর্থ করে তোলে
আর ভাষা হয়ে যায় বিভ্রান্ত
চুপ হয়ে যাবার পর, ভাষাহীন হবার পর
মানুষের সব প্রার্থনা ব্যর্থ হয়ে যায়
হায়, যদি না তখন নীরবতা কথা কয়
দূরের প্রান্তরের সাথে কি বিয়ে হয় দিগন্তের?
নাকি তা মিলনরহিত মানুষের চোখের ভুল, কিংবা
বাঁকা বিশ্বের সাথে সমতলের ধারণাগত সমাধান
যা সত্যি নয় বলে, প্রান্তর পাড়ি দিতে দিতে দিগন্তে হারায় সবাই!
১ ফেব্রুয়ারি ২০২১
রোমান হরফে লেখা বাংলা
অনেক মানুষ দেখেছি, যাদের জড়িয়ে রাখার মতন কোনো কাপড় ছিল না। অনেক কাপড় দেখেছি, যা যাদের জড়িয়ে রেখেছিল তারা মানুষ ছিল না। -মাওলানা জালাল উদ্দিন রুমী (রহ.)
অনেক কান্না শেষে
চোখের পানিতে দৃষ্টি পরিষ্কার হলো নাকি কারও
নিজের ভুল দেখতে পেয়ে অন্ধ হয়ে যায় কত লোক
নাকি দৃষ্টিভঙ্গির বিভ্রান্তিতেই পার হয় মানুষ্যজীবন!
ক্লাইমেট চেঞ্জের নীরবতায় আজ
আশ্রয়হীন অতিথি পাখি
রান্না হতেছে কোনো শরণার্থী শিবিরে...
রোমান হরফে লেখা বাংলা তুমি পড়তে পারলেও
চোখ এড়িয়ে যাবে তার ভাব
সাধুসঙ্গ ভেঙে গেলে পর, বস্তুদুনিয়ায়
মৃদুপায়ে ফিরে আসে সাংসারিক অভাব
কতভাবে দেখা যায় একটি ঘটনাকে
একটি ঘটনার থাকে কতগুলো গল্প
ন্যারেশান কতেটা বিস্তৃত, সেটাও দৃষ্টিভঙ্গিগত
নিজেই অন্ধ হয়ে গেলে পর বুঝি,
আমাকে দেখার চোখ, আমি কোনো চোখে দেখি!
১৩ জানুয়ারি ২০২১