
‘সর্বস্তরের জনগণ’ এই সময়ের অনটন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১৯, ২০১৮
সফল সাহিত্য আধেয় হিসেবে ধারণ করে সমকাল। যেমন হামিদ কায়সারের গল্পগ্রন্থ ‘সর্বস্তরের জনগণ’। সমকালীন বাংলাদেশের প্রধান সামাজিক সংকট অনলাইন-উন্মুক্ততা। তার সঙ্গে যখন মানুষের শঠতা ও আদিম হিংসা-হিংস্রতা যুক্ত হয়, তখনই সেই সংকট চূড়ান্ত রূপ ধারণ করে। হামিদ কায়সারের ‘সর্বস্তরের জনগণ’ গল্পগ্রন্থের আটটি গল্পের উপজীব্য তেমনি সব সংকট।
বেতার-দূরদর্শন-দূরালাপনের হাত ধরে কয়েক দশকে আমাদের সামাজিক জীবন ক্রমশ ঘরবন্দি হয়ে পড়ছিল। ছোট হতে হতে বর্তমানে এ জীবন আরো ছোট গণ্ডিবদ্ধ হয়ে পড়েছে। এখন অন্তর্জালের হাত ধরে সামাজিক জীবন ঘরবন্দিও নয়, বন্দি হয়ে পড়েছে ভার্চুয়াল জগতে। ফলে বাস্তব জগৎটাই কেমন যেন খেলো হয়ে পড়েছে। অনলাইন জীবনটাই হয়ে উঠেছে মুখ্য। আর সে জগৎটা বন্দি বটে, আবার একই সঙ্গে ভীষণ উন্মুক্তও। যখন তখন যে কারো বেডরুমে ঢুকে পড়া যাচ্ছে, এমনকি গভীর রাতেও। ব্যক্তিগত গোপনীয়তা নিজেই কোনো এক গোপন গুহায় গিয়ে লুকিয়েছে।
অনলাইনের এই ভার্চুয়াল জগৎ অসংখ্য নগদপ্রাপ্তির সুযোগ করে দিয়েছে বটে, সেই সঙ্গে কেড়ে নিয়েছে জীবনের অজস্র মাধুর্য। বদলে গেছে জীবনযাপনের ধরনধারণ, রীতিনীতি। এমনিতে জীবনপ্রণালির পরিবর্তন অনাকাঙ্ক্ষিতও নয়, বরং সেটাই স্বাভাবিক। কিন্তু অনলাইনের প্রভাবে যে পরিবর্তনগুলো ঘটছে, তার অনেকগুলোই কেবল অনাকাঙ্ক্ষিতই নয়, রীতিমতো বিকৃতও বটে। বিশেষ করে তার করাল বিস্তার আচ্ছন্ন করছে মানুষের মনোজগৎ। মানুষের মস্তিষ্ককে আচ্ছন্ন করছে কামের হিমবাহ, কুহকের ধূপছায়া। ফলে বিপন্ন হয়ে উঠছে স্বাভাবিক সামাজিক সম্পর্ক। সম্পর্কগুলো হয়ে উঠছে বিকৃত, অসুস্থ।
এই বিকৃতির হাত থেকে নিস্তার পায় না কোনো সম্পর্কই। সে-সম্পর্ক যতই নিঃস্বার্থ হোক, বা যতই পবিত্র হোক। এই অনলাইন বিকৃতি থাবা বসাচ্ছে প্রেমের সম্পর্কে, স্বামী-স্ত্রীর সম্পর্কে, প্রতিবেশীর সম্পর্কে। এমনকি এই অনলাইন-উন্মুক্ততার ক্রূর ব্যবহার হচ্ছে রাজনীতিতেও। এমনিতেই রাজনীতিতে নীতির ক্রমবর্ধমান ক্ষয় বর্তমান; তাতে সর্বস্তরের জনগণের সংকট-উদ্ধারের সংকল্প ক্রমবর্ধমান হারে কেবল পোস্টারে-মেনিফেস্টোতেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। সেই সাথে তাতে থাবা বসাচ্ছে এই নতুন সামাজিক ব্যাধি। অনলাইন-উন্মুক্ততাতে কেবল সামাজিক জীবনেই আদিম হিংসা-হিংস্রতার রিপু চরিতার্থ করতে ব্যবহৃত হচ্ছে না, ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক হাতিয়ার হিসেবেও।
বর্তমান সমাজে আর যত সংকট বিদ্যমান, সেগুলোর প্রায় সবই কোনো না কোনো রূপে আরো আগে থেকেই বিদ্যমান। কিন্তু এই সংকট আমাদের সমাজে একেবারেই নতুন। কাজেই, এই সংকট সত্যিকার অর্থেই সমকালীন সংকট। হামিদ কায়সার তার ‘সর্বস্তরের জনগণ’ গল্পগ্রন্থভুক্ত গল্পগুলোতে সেই সামাজিক সংকটকেই উপজীব্য করেছেন। আর এই সংকটময় গল্পগুলোর মধ্য দিয়ে উঠে এসেছে সমকালীন বাংলাদেশের সমাজের অনলাইন-উন্মুক্ততার সার্থক প্রতিচ্ছবি।