সজীব দে
সজীব দে’র দীর্ঘকবিতা ‘হোয়াইট স্মেক’
প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২০
অন্য নেশা আর ধরে না
ঠোঁটে ঠোঁট ব্যারিকেডে এলএসডির বিভ্রম আসে
ওহ ইয়ে আহ আহ আহ ইয়েস
আই লাইক হোয়াইট স্মেক
কাঁধের কাছে পরির মাথা হেলানো
সূর্য তোমার তেপান্তরে বাঁধা
শহর শহর বাজিমাত
চাঁদের আলো টুকরো কাচ
হেলান দেব হাওয়ায়
পাখা নিয়ে উড়ে যাব
তোমার ইচ্ছায়।
আই লাইক হোয়াইট স্মেক!
তারপর প্রচণ্ড ক্যাওয়াজ
নারীর অর্গাজম
হেমিলনের বাঁশির সুরের মতো
কতশত বাঞ্চোত চলে যাবে
দিস ইজ নট বার্লিন
এটা ঢাকা
আমরা ভাবি, শালা আর্ট কালচার সবই জানা
মোলহল্যান্ড ড্রাইভ দেইখা বলি, ওটা স্যুরিয়ালিস্ট
না না ওটা থ্রিলার!
তোমরা হইলা বাল, কত চোদানির পোলাগো দেখলাম
একটা সিকোয়েন্সের ডিটেইল দেখাইতে পারে না
তারা আবার আর্ট কালচার চোদায়।
পিকাসো মগদেলিয়ানি কিংবা মাতিসের ছবি দেইখা সমঝদার হয়
অথচ পিকাসোর মাথার কাকের গল্পটা জানে না।
আবার মিউজিক
ভেলভেট আন্ডারগ্রাউন্ড
লোকটি চিৎকার করছে
প্রচণ্ড চিৎকার
নাজমা বোর্ডিংয়ে শুয়ে আছে এক কবি নির্বাসিত
সে শুধু এক পতিতার সবজি কাটা হাত দ্যাখে জানালা দিয়ে
সে কোনোদিন জানবে না, এ হাত কেউ ভালবেসেছিল
পূর্বদিকে ধানখেত আর লোকাল বাসের জার্নি কত না জীবন!
হোয়াইট স্মেক ধোঁয়া উড়ছে এই গরমে
শীতের কুয়াশা ভেদ করে বের হয়ে আসে আমারই পিতামহ হুক্কা হাতে
বলে, আমাদের কখনও প্রেম-ভালবাসা হয়নি, ওটা আধুনিক সংস্করণ
যেটুকু ছিল মায়া, সন্তান পয়দা করতে করতে মরে গেছি। হয়েছি কয়লা।
শালা পিতামহ
মরেছিল হাসি দিয়ে।
চোখের সামনে পর্দা টানানো তুমি দেখতে পারবে না
পৃথিবীর গোপন ষড়যন্ত্র। আসলে সবাই বুদ্ধির অন্তরালে কিনে নেয় অন্যন্য মাথা সের দরে
স্বপ্নের ভেতর না বাস্তব গড়িয়ে যাই সিসিফাসের মতো।
আমি বলছি আমরা যারা সাধারণ লোক যারা অন্যের ধার করা দর্শন কপচাতে কপচাতে বুড়ো ভাম হই
তাদের কাছে থাকে কিছু বানানো শব্দ। আসল খবর অন্যখানে। ভাবছো ট্রাম্প বা পুতিন জানে?
জিজেক শালা বকবক করে।
পৃথিবীর আসল ষড়যন্ত্রকারী কবিরা।
এক গ্লাস লেমনেড হবে
এটা করোনাকাল
ভেরলন অপেক্ষা করছে
পার্স আবৃত্তি করছে আনাবাজ
তাসকান সূর্যের নিচে।
আহ
কত না মধুর!
আর মার্কেজের দুঃখ ভারাক্রান্ত গণিকারা আজও গান গায়।
শুধু তোমাকে ভালোবেসে মরে যেতে পারি
হে শহীদুল জহির, তোমার পুরান ঢাকার পোলা আমি
বুড়িগঙ্গার লগে পিরিতি কইরা বড় হওয়া
নাজিমউদ্দিন লেনের বিরানি খাওয়া মানুষ
বিউটির লাচ্ছি অথবা কয়েক রাত বিউটি বোর্ডিংয়ে রাতভর গল্প লিখিয়ে মানুষ।
জাম্প কাট
অপরাজিতা ফুল ফুটেছে
আমাদের শরীরে শরীরে আগুন
এসো আমরা ঝলসাই
নিজেদের খাই।
জানি, তোমার আমার বুকের মাংসটা প্রিয়
একটু সস দেই?
আমরা সোফায় হেলান দিয়ে টিভি দেখছি
ট্রাম্প ঘোষণা দিয়েছে কালোদের হত্যা করা হবে।
তারপর কালোরা সব জঙ্গি হয়ে সবাইকে আক্রমণ করছে।
ম্যাচকাট
একটা চোখ খুলে পড়ছে
স্লো মোশনে তখন তুমুল বৃষ্টি শহরে
একটা হাত এগিয়ে যাচ্ছে আস্তে চোখটি হাতের তালুতে পড়ে।
বিষয়টা এমন হতে পারতো কিন্তু স্লো মোশনে ওই হাতের কাছে কোকাকোলার একটি ক্যান এসে পড়ে।
চোখটি মাটিতে পড়ে যায়।
কোকাকোলা কোকাকোলা কোকাকোলা কোকাকোলা
একটা ক্রেজি মানুষ
আস্তে আস্তে সন্ত কিংবা আত্মহত্যা করবে।
পাহাড়ি ঠাণ্ডা জলে একবার নিজের মুখটা
ধুইতে চাই। পাহাড় কি আমাকে নেবে?