সঙ্গীতা দাস
সঙ্গীতা দাসের কবিতা ‘ঘুম’
প্রকাশিত : ডিসেম্বর ০৩, ২০২০
এক.
ঘুমের ভিতরে ফুঁপিয়ে ওঠে
দ্রুত নিঃশ্বাসের ওঠানামা।
খুব কাছে শুয়ে এক একবার
ভ্রুর বেঁকে ওঠা লক্ষ্য রাখি।
কপালের কাছে হাতের স্পর্শ দিই
প্রগাঢ় ঘুমের জল গড়িয়ে যায় এতে।
বুঝি হাল্কা হলে তুমি।
কোন সে স্মৃতি কাঁদায় তোমায়,
কোন জনমের স্বপ্ন ক্রন্দন ভার।
একটি বছরের পৃথিবী ভ্রমণ,
কান্না কতটুকু জমেছে তোমার?
অথবা এ অন্য কোন ভ্রমণের স্মৃতি,
অন্য কোনো পাখি জন্ম
কাঁদায় ঘুমের ভিতর।
শুয়ে থাকি তোমার ঘুমের পাশে,
অসহ হলে, কিছু জল যদি নিতে পারি!
দুই.
ঘুম, প্রিয় তোমার।
ঘুমিয়ে থাকতে চাও।
অথচ, সাবলীল নয় তা সর্বদা।
একেকবার বড় দেরিতে আসে।
বড় ঘুরপথে আসে।
ঘুমের অবলম্বন বানাও আমায়..
আমি ছুটি,
আমি সুরে বেসুরে গান গাই,
আমি দোলাই,
আমি বসি,
পান করো আমায়।
শেষে মুদে যাও আমার মধ্যে।
ঘুম, বড় প্রিয় তোমার।