শ্রেয়া চক্রবর্তীর ৫ ছড়া
প্রকাশিত : আগস্ট ২০, ২০২০
রাখির দিনে
সারা বছর খুনসুটি আর ঝগড়াঝাটির শেষে
বোনকে ডেকে বলি হেসে বড়ই ভালোবেসে,
দিনটা আজই ভীষণ শুভ আজ পরাবি রাখি
পূর্ণিমাতে রাখবো প্রীতি নিপুণ পরিপাটি।
বোনটি আমার থাকিস ভালো এমনি চলার পথে
মান অভিমান হোক না যত কথায় ভিন্নমতে
হাতের ওপর হাতটা রাখিস রাখির মতোই বেঁধে
সারাজীবন বাসবো ভালো থাকবো সাথে সাথে।
দিলাম চুমো কপালে তোর চাঁদের মতো এঁকে
মুছিস না বোন, ভাইটিকে তোর রাখিস মনের কাছে।
বন্ধু আমার কই
ভাল্লাগে না সারাটা দিন একা একাই খেলা
খেলনা বাটি থাক না যতই মন খারাপের মেলা
উড়ুৎ ফুড়ুৎ মন লাগে না বন্ধু আমার কই
দরজা খুলে দূরের পানে একলা চেয়ে রই।
অনলাইনের ক্লাসের ফাঁকে ক্লান্ত লাগে চোখ
চোখটি বুজে অন্ধকারে দেখি আমার সই
বন্ধ স্কুলের আগল খুলে বলছে, কাছে আয়
রান্নাবাটি খুব জমাটি খেলবো দুজনায়।
কেউ বোঝে না আমার কথা মনের যত মেঘ
ভেজায় আমায় বৃষ্টি হয়ে ফুরায় না তার রেশ...
বৃষ্টি যখন আসে
বৃষ্টি এলে পুকুর পাড়ে মন লাগে না আর
কাগজ কেটে নৌকো বানাই ভাসাই জলে তার
একটা দুটো নৌকো কেমন যায় ভেসে যায় দূর
ইচ্ছে করে তাদের সাথে দেখতে সমুদ্দুর—
বৃষ্টি যখন ঝমঝমিয়ে ছাদের ওপর আসে
একটা দুটো কুকুর একা ভেজে এ তল্লাটে
মা টেনে নেয় বুকের কাছে ভিজতে আমার মানা
ইচ্ছে করে এক টানেতে দিই খুলে জানলাটা
বৃষ্টি নামুক আমার ঘরে বৃষ্টি মাঠেঘাটে
বৃষ্টি নিয়ে বুকের ভেতর সূয্যি নামুক পাটে।
ভূত ভুতুম ভূত
ভূত ভুতুম ভূত
ছাদের ওপর লাফিয়ে বেড়ায় শাকচুন্নির পূত
নড়ছে একানড়ে
ঘাড়ের কাছে শ্বাসটি ছেড়ে লুকোয় গাছের আড়ে
ব্রহ্মদত্যির বিয়ে
পেতনি রাঁধে ঠ্যাং ছড়িয়ে লাউ চিংড়ি দিয়ে
বলছে, কাছে আয়
গেলেই দেবে ঘাড় মটকে রঙিন জোছনায়।
পুজোর ছড়া
ঢ্যাম কুরকুর বাদ্যি বাজে আসছে পুজোর দিন
আনন্দেতে মায়ের সাথে কাটবে চারটি দিন
মায়ের সাথে লক্ষ্মী গণেশ আসবে মামাবাড়ি
সরস্বতী কার্তিকও তাই সাজছে তাড়াতাড়ি
ষষ্ঠী থেকে নতুন জামা প্যান্ডেলেতে মজা
মাটির বুকে নামবে যে মা গগন থেকে সোজা
আলোয় ভরে উঠবে সবার আঁধার ঘেরা মন
সপ্তমী আর অষ্টমীতে নাচবে সারাক্ষণ
নবমী আর দশমীতে মনের মাঝে দোলা
দিন কয়েকের খুশির পরে মায়ের ফেরার পালা
সিঁদুর খেলার মাঝে দেখি সবার চোখে জল
একটি বছর পথটি চেয়ে রইবো অচঞ্চল।