শেখ শাহরিয়ারের প্রেমের কবিতা

প্রকাশিত : মে ১৭, ২০২৩

স্মৃতির পাতা থেকে

 

সেদিন রাতে ঘুমাইনি।

রাতের আকাশে তারার মেলা।

স্নিগ্ধ চাঁদের লুকোচুরি খেলা।

দূর থেকে হালকা আভা।

হঠাৎ সূর্যের জেগে ওঠা।

এভাবেই কেটে যাচ্ছিল, হঠাৎ বাতাস বইলো।

আমার পুরো ভুবন তুমিময় হয়ে গেল।

বৃষ্টির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি।

দমকা হাওয়া বইছে।

বৃষ্টি এলোমেলো খেলছে, চারদিক থই থই...

হারিয়ে গেলাম... যেন আর আমার নই।

তখনই সকল চাওয়া আড়ালে ফেলে,

তুমি চলে এলে, স্মৃতির পাতা মেলে!

মধ্যবেলা,

বসে আছি এক অজানা দিগন্তে,

তুমি আসবে বলে।

চেয়ে আছি তোমার প্রান্তরে।

কই, আজ যে তোমার খবর নেই?

আজকে তুমি কই?

বসে আছি তুমি আসবে বলে।

স্মৃতির পাতাগুলো মেলে ধরবে।

সকল মানা চিরে চলে গেলে...

থেকে গেলে কোনো এক অজানা দ্বীপে

ক্ষণে ক্ষণে উঁকি দাও স্মৃতির পাতা থেকে!

 

একগুচ্ছ গোলাপ

 

মনে আছে সেদিনের কথা?

নীল পাঞ্জাবিতে আমি দাঁড়িয়ে ছিলাম।

তোমার পরনে ছিল কালো রঙের সেই শাড়ি।

পাগল হয়েছিলাম তোমার অপরূপ হাসিতে।

কপালে কালো টিপ হেসেছিল,

চুলগুলো বাতাসে খেলা করছিল।

কী যেন হয়ে গেল আমার!

ধূসর সময় ধূসর রইল না আর।

এরপর হারিয়ে ফেলা নিজেকে,

কী যেন কী ঘটে গেল।

প্রথম দেখায় ভালো লাগা।

সেইসাথে ভালোবাসায় পরিণত হওয়া।

ভয় পাচ্ছিলাম তোমার কাছে যেতে, ভালোবাসি বলতে।

অবাক হচ্ছো?

যে ছেলেটা কিছুই পরোয়া করে না,

তার কীনা ভয়! এই তো ভাবছো? ওই যে, আবারও হাসছ!

হেসো না। তবে শোনো,

যেদিন তোমায় ভালোবাসি বলবো

ভেবে পাচ্ছিলাম না, কি রেখে কী করবো!

এদিকে হাঁটছি, ওদিকে হাঁটছি,

হাজারও কল্পনা আঁকছি।

কিন্তু অবাক হলাম, যখন ছোট ছেলেটা এসে চিরকুট দিল।

খুলে দেখি, ওমা, এ যে তোমারই পাঠানো।

সেদিন হারিয়ে গিয়েছিলাম অতল সাগরে।

হঠাৎ তুমি এসে তুলে নিলে পাড়ে।

বলেছিলে, ভালোবাসি;থাকতে চাই মনের কাছাকাছি।

মাঝে মাঝে ঘুরতে যাওয়া...

হঠাৎ তোমার পাগলামি

কখনো কখনো ঝগড়া করা, অভিমান ভেঙে বলা, ভালোবাসি।

হঠাৎ কেমন পাল্টে গেলাম,

নিজেকে নিয়ে ব্যস্ত হলাম।

এই নিয়ে কত অশান্তি...

কত কথা কাটাকাটি; মাঝে মাঝে ঝগড়া...

শেষে তোমার হয়েই আবার ঘরে ফেরা।

সেদিন কেঁদেছিলাম,

অনেক অভিমান আঁকড়ে ছিলাম,

এমন তো কথা ছিল না।

বলেছিলে, যতদূর চোখ যায় পাশে থাকবে।

মাঝপথে হাল ছেড়ে পালাবে না।

তবে এমন কি হলো?

চলে গেলে কেন?

বরাবরের মতোই আজও আমি দাঁড়িয়ে আছি।

একগুচ্ছ ফুল হাতে নিয়ে।

আসবে না আর জানি, বলবে না, ভালোবাসি।

বদলে গেছো তুমি।

তোমাকে অনেকটাই এখন আমি হারিয়ে ফেলেছি,

আজ রয়েছো একদম চুপটি করে-

সাড়ে তিন হাত ওই মাটির ঘরে....