শুভ্র সরকার
শুভ্র সরকারের পাঁচটি কবিতা
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২১
কল্পনাতে একজন তুমি
শীত, মিশে আছে কীভাবে
জোড়া পাতায়। হাওয়া সকল
জলে ভেসে থাকা মাছেদের
ছুটে চলা ভালো
সূর্য ডুবে গেলে, পৃথিবীর ভার নিয়ে
হয়তো তুমি যাকে
বন্ধু ভাববে, সেও
জোনাকির মতো রাত ছড়িয়ে হাসবে
তোমার থেকে দূরে
সমস্ত ধারণায় কত কিছু নেবে মেনে!
মকর সংক্রান্তি
রাইচ মিলে ধানের পা নিয়ে
মানুষেরা ছুটছে, মাইলকে মাইল
এই মকর সংক্রান্তি অংশত আমাদের
আমরা আঁকছি আউরি বাউরি
গৃহস্থের গোলার—
আলো জ্বলছে
নানাবিধ পিঠায় ধ্বনিত হচ্ছে
সহজ শিশুদের বুকভরা গান
নির্বাচন
অলিগলি থেকে মানুষেরা নেমে আসছে
শহরে নির্বাচনের হাওয়া বইছে
পোস্টারে প্রার্থীদের দিকে তাকিয়ে দেখি আর ভাবি
আহা, কার কার চেহারাগুলো
ষোল তারিখ রাতে হবে অনুজ্জ্বল
কেবল ঊষারানি
যেন পালকের হরফে ফোলে যাচ্ছে
একটা বুলবুলি
কার ভেতর কে ঘুমিয়ে আছে
এই শৈত্য প্রবাহের দিনে
ঊষারানি জানে, ভীমের মা পাথর ফেলেছে
জলে—
সূর্য লুকানো বসন্ত বিষাদে
ঊষারানি জানে, শ্রীপঞ্চমীর রাতে
জল হতে পাথর তোলা হলে
সূর্য উঠবে চন্দ্রনগরে—
কামারশালা
এইদিকে কামারশালা
ওইদিকে মরাগাঙ
দেখি, আগুন ফুটছে কয়লায়
রাতের উইন্টার
বাতাসে তাফাল, পাশাপাশি দুজন মানুষ
একজন লোহা পেটায়, একজন টকটকে লাল
মানুষগুলো জুন মাস, জেনেছি তুমুল আকাঙ্ক্ষায়