গোলাম রহমানের বইয়ের প্রচ্ছদ
শিশুসাহিত্যিক গোলাম রহমানের আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৪
শিশুসাহিত্যিক গোলাম রহমানের আজ জন্মদিন। ১৯৩১ সালের ২৮ নভেম্বর কলকাতায় তার জন্ম। ১৯৪৭ সালে কলকাতার মডার্ন স্কুল থেকে তিনি এন্ট্রান্স পাস করেন।
১৯৪৯ সালে কলকাতার সুরেন্দ্রনাথ আইন কলেজে ল ভর্তি হলেও পড়াশোনা অসমাপ্ত রেখে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) চলে আসেন। বাংলাদেশে এসে তিনি জগন্নাথ কলেজে ভর্তি হলেও শিক্ষা সমাপ্ত করেননি।
পড়াশোনা অসমাপ্ত রেখেই তিনি সাংবাদিকতায় যুক্ত হন। দৈনিক ইত্তেফাক ও দৈনিক ইনসাফ পত্রিকায় শিশুদের পাতা ও সাহিত্য সাময়িকী সম্পাদনার কাজে যোগ দেন। তিনি পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন।
সাংবাদিকতা ছাড়াও তিনি পুস্তক প্রকাশনা ও বিক্রয়ের ব্যবসায় যুক্ত ছিলেন। নিউ মার্কেটে তার `প্রিমিয়ার বুকস্` নামের একটি বইয়ের দোকান ছিল। ১৯৬০ সালে `মধুবালা` নামক একটি পত্রিকা প্রকাশ করতেন।
১৯৭২ সালের ১২ জানুয়ারি সকালে তার মৃতদেহ পাওয়া যায়। গোলাম রহমানের প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে: রকমফের, পানুর পাঠশালা, বাড়ি নিয়ে বাড়াবাড়ি, আজব দেশে এলিস, বুদ্ধির ঢেঁকি, চকমকি, জ্যান্ত ছবির ভোজবাজি, রুশ দেশের রূপকথা, ঈশপের গল্প, নেতা ও রাণী, আমাদের বীর সংগ্রামী, জীবনের বিচিত্রা, চেনামুখ (নাটক)
বাংলা একাডেমি থেকে শহিদ বুদ্ধিজীবী প্রকল্পের অধীনে চার খণ্ডে `গোলাম রহমান রচনাবলি` প্রকাশিত হয়েছে। গোলাম রহমান ১৯৬৯ সালে শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।