শামীমা জামান ও ইমতিয়াজ মাহমুদ
শামীমা জামানের কবিতা ‘অধিকার’
প্রকাশিত : মে ৩১, ২০২২
কবি ইমতিয়াজ মাহমুদকে
এখানে কর্কট দিন থমকে গেছে রাতের অন্ধকারে তবু মর্কট আমি
ভোরের জানালায়
সাদা সাদা ইহুদি শিশুকে হাসতে দেখি
ফ্রিদা কাহলোর স্কুলে।
বিশ্বমোড়লের দরবারে বাজে দামামা, যুদ্ধ, যজ্ঞ
ঘৃণায় তারে কোন সে অকৃতজ্ঞ।
গেল বছর
সব রং সাথে নিয়ে যে পাখি হারায়
গ্রীষ্মপ্রধান দেশ ভেবে সে এসে আশ্রয় নেয়
নিম্নগামী সাদা রক্তকণিকায়, অবাধ্য ইউরিক অ্যাসিডে
জাকারবার্গের ইনবক্সে
বিব্রতকর ‘কেমন আছ’র ঢাকাই জ্যাম।
জানো তো সব ‘কেমন আছ’র উত্তর
ভালো আছি, ভালো আছি।
এ শহর আগলে রাখে ওমে
অধিকার, সেবার কঠিন নিয়মে।
মা হয়ে সেই করে শৈশবের খেলা
জুস দেই, স্যুপ দেই, কেমো দেই
তোমাদের দেশে একটা পদ্মা সেতু আছে?
জনতা চেতেছে সয়াবিন তেলে, অধরা গোমাংস
হে ইমতিয়াজ, আপনার কেমোর খবর রাখে কি রাষ্ট্র?