শাকিল রিয়াজের কবিতা ‘মৃত্যুগুলো মরে নাই’
প্রকাশিত : নভেম্বর ১৬, ২০২৪
শ্বাসগুলোতে শ্বাস ফিরিয়ে
রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে
অন্ধকারে লাল জ্বালিয়ে
ফিরছি যখন অনিশ্চিতে
মুগ্ধ আমার ঘরে নাই
মৃত্যুগুলো মরে নাই।
বিপ্লবে থাকে না নেতা
প্রান্তবাসী ভুক্তভোগীর
ভিড় করা এক ইচ্ছাটাকে
নেতার রূপে রূপ দেয়ানোর
আকাঙ্ক্ষাটা সরে নাই
মৃত্যুগুলো মরে নাই।
গ্রাফিত্তির ওই আবু সাঈদে
ফুঁ দিয়েছেন মহান রবে
হাতদুটো ফের প্রসার করে
ফিরে এলো তারাই যারা
গুলি খেয়েও পড়ে নাই
মৃত্যুগুলো মরে নাই।
রাষ্ট্র গড়ুক রাজপথে আর
এপিটাফই সংবিধান যে—
এই জানাকে হত্যাকারী
অক্ষত তুই এই ভেবেছিস,
প্রাণ আমাদের ধড়ে নাই?
মৃত্যুগুলো মরে নাই।
দিন যত যায় ঝরে পড়া
রক্তগুলো সামনে গড়ায়
নিথর হওয়া মানুষগুলো
মুখর হয়ে সাক্ষ্য দেবে,
কে ছিল, কে লড়ে নাই
মৃত্যুগুলো মরে নাই।
সব মথিত অগ্নিদগ্ধ
অসমাপ্ত বিপ্লবীরা
সিংহাসনে চড়ে নাই
মৃত্যুগুলো মরে নাই।