সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শাকিব খানের ‘রাজকুমার’ ছবির টাইটেল গানে বালাম-কোনাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : মার্চ ১৮, ২০২৪

সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়ে বাজিমাত করে দিয়েছিলেন বালাম-কোনাল। মানুষের মুখে মুখে ফিরেছে গানটি। এবার এই কণ্ঠশিল্পীদ্বয় কণ্ঠে তুললেন কিং খানের মুক্তি প্রতিক্ষীত ‘রাজকুমার’ সিনেমার গান। এই গানটি ছবির টাইটেল গান হিসেবে থাকছে।

গানের শিরোনাম ‘রাজকুমার’। এর কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর সংগীতে আছেন আকাশ সেন। বলে রাখা ভালো, এই চতুর্ভুজ জুটির সৃষ্টি ছিল ‘ও প্রিয়তমা’।

 

এরইমধ্যে ‘রাজকুমার’ গানের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে করা হয়েছে শুটিং। এতে ঠোঁট মিলিয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি ও শাকিব।

পরিচালক হিমেল আশরাফ আগেই জানিয়েছেন, ‘রাজকুমার’ দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে। আরশাদ আদনানের প্রযোজনায় প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।