শশী আলিওশার দুটি কবিতা

প্রকাশিত : জুন ২২, ২০২৩

কলোনি শরীর

 

দাঁড়কাক হয়ে
দাঁড়িয়েছি তোমার উঠোনে
সভ্যতার হারিকেনে দেখে নাও
আলোহীন আমার অবয়ব

 

দ্যাখো যার শরীরজুড়ে শাস্ত্রের
অস্ত্রোপচার আর হৃদয়ে গন্ধমের দাগ
পরদেশি কোনও ভ্রান্তিগাথা নয় এ দৃষ্টি
চেনা সকল পাপ আড়াল পায়

 

যাতে কণ্ঠবাঁধা স্ব-অধীন
অসুরা রাগে কাঁটাতারের ব্যথা
এ নাভিতে আমার ঠোঁটে
ভুলে যাওয়া নদীর ইতিহাস

 

হাড়ের ভেতরে গারদের ছায়া
করোটিতে আঁকা দুর্ভিক্ষের গ্রাফিতি
আর পিঠে জমেছে কংক্রিট মায়া

 

আর্তেমিস

 

আকাশের মৃত গলির মুখে
তোমার কুরচি বাগান
সেখানে আগাছার নাম স্মৃতি,
ঘাসেরা দুঃখ-সমান সময়ের নরম
বিকেলে শুভ্র ব্যথা! ভাসছে তোমার ছায়া
যেনবা কুমারী দেবি আর্তেমিস,

 

কালপুরুষের জায়া
ঝরে পড়া কুরচির গালিচা,

 

যেন অতীত ছায়াপথ
অনন্তে ছুটছো তুমি, ছুটছে প্রেমের রথ।