লেবাননে স্থল অভিযান শুরু ইজরায়েলি বাহিনীর
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০১, ২০২৪
লেবাননের দক্ষিণাঞ্চলে সীমান্ত এলাকায় ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুকে নিশানা করে স্থল অভিযান শুরু করেছে ইজরায়েল। আজ মঙ্গলবার ইজরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘণ্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনী এই অভিযানে স্থলবাহিনীকে সহায়তা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের নিকটবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে মঙ্গলবার ভোরে এই অভিযান শুরু হয়। এই স্থল অভিযান কেবল হিজবুল্লাহর অবস্থানে ‘সীমিত’ রাখা হয়েছে, যারা উত্তর ইজরায়েলের বাসিন্দাদের জন্য সম্প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ইজরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পরপরই লেবাননে স্থল অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী। ইরানকে কড়া ভাষায় বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করেছেন যে, ইরান যদি সরাসরি ইজরায়েলে মিলিটারি হামলার চেষ্টা চালায় তাহলে দেশটিকে সিরিয়াস পরিণতি ভোগ করতে হবে। সূত্র: আল জাজিরা