রিফাত বিন সালামের কবিতা ‘তেজস্ক্রিয়’

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২১

১.
হুট করে মস্তিষ্কটা বিস্ফোরিত হবে
ঘাতক ব্যাধির মতো চিন্তা ছড়াবে
অতঃপর গ্রাম থেকে শহরমুখি
হাজার হাজার মস্তিষ্ক
একের পর এক বিস্ফোরিত হবে

২.
কয়েকটা শবদেহ হঠাৎ সমাধি ভেঙে
নিয়মের তোয়াক্কা না করে
মহান স্রষ্টার ধৃষ্টতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল
‘স্রষ্টার কর্পোরেট শাখা ঘেরাও’ কর্মসূচি ঘোষণা করে
মিছিল হয়েছিল কবরস্থানজুড়ে

৩.                
আমি বোমারু বিমানের মতো
মাথায় ওপর উড়ছি প্রতিনিয়ত
সুযোগ পেলেই উড়িয়ে দেব
তোমাদের মস্তিষ্কগুলো

৪.
একটা একটা করে
সবকটাকে আস্ত ধরে
মুখে পুরে নেব
চিবিয়ে চিবিয়ে সুদসমেত
হিসেব চুকাবো

৫.
আমি তোমার ভেতরে
চুপ করে বসে
খুব গোপনে তোমার শরীরজুড়ে
বোমার আবাদ করেছি
শুধু বিস্ফোরিত হওয়া বাকি

৬.
আর মাত্র কিছু বাকি
তারপর তোমার মুখোমুখি
আমি অন্ধকারের মতো দাঁড়াবো
আমি লালা মুখে চেয়ে থাকবো
অতঃপর তোমাকে আস্ত ছিঁড়ে খাব

৭.
আমি যেখানে যে জাহান্নামে থাকি
তার ভেতরে সুরঙ্গ খুঁড়ে
তোমার ঘর অবধি যাচ্ছি
ভাবছো, `তুমি উঠছো উপরে!`
আসলে তোমাকে আমি টেনে নিচে নামাচ্ছি