রাজধানীতে ৫ জনের অস্বাভাবিক মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৪, ২০২৫

পৃথক ঘটনায় রাজধানীতে অস্বাভাবিকভাবে পাঁচজন মারা গেছে। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও তাদের স্বজনরা।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃতরা হলেন: হাজারীবাগে রুপা বেগম (২৬), কামরাঙ্গীচরে সারিকা হোসেন লাবিবা (১৩), ভাটারায় মো. ইউনুস আলী (৫৭), চকবাজারে সাজ্জাদ আলী নয়ন (২৪) ও মো. রাকিব (১৯)।

জানা গেছে, হাজারীবাগ রায়ের বাজার সুলতানগঞ্জ রোডে পর্তুগাল প্রবাসী নাজমুল হোসেনের স্ত্রী রুপা বেগম (২৬) সোমবার দিবাগত রাত সোয়া ৩টায় নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে দেখতে পেয়ে তার শাশুড়ি নাজমা বেগম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাশুড়ি বলেন, “রুপা মোবাইলে কারও সঙ্গে সব সময়ে কথাবার্তা বলতো। কী কারণে আত্মহত্যা করেছে, এ বিষয়ে কিছু জানি না। রূপা এক সন্তানের জননী।”

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বলেন, “সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কামরাঙ্গীচর খালপাড় ভাড়াবাসা থেকে সারিকা হোসেন লাবিবার (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “পড়াশোনার জন্য শাসন করায় অভিমানে ঘটনাটি ঘটিয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। লাবিবা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কু-কুটিয়া গ্রামের বাসিন্দা।”

রাজধানীর চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার বলেন, “সাজ্জাদ আলী নয়ন (২৪) নামের এক ফটোগ্রাফার চকবাজারের হোসনি দালালে তার রুমে আজ সকালে সিলিং ফ্যানের সাথে লুঙি দিয়ে গলায় ফাঁস দেন বলে অভিযোগ পাওয়া গেছে।”

তিনি আরও বলেন, “সংবাদ পেয়ে সেখান থেকে আজ সকাল সাড়ে ৯টায় দিকে তার মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়। মৃত সাজ্জাদ বংশালের বাসিন্দা।”

একই থানার ওয়াটার ওয়ার্কস রোডের বাসা থেকে সোমবার দিবাগত রাতে কারখানা শ্রমিক মো. রাকিবের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ঐ থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান।

তিনি বলেন, “রাকিব মানুষিকভাবে বিপযর্স্ত হয়ে এ ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নরসিংদী জেলার বেলাবো উপজেলার ছন্নারমোড় গ্রামের বাদল মিয়ার ছেলে রাকিব।”

ভাটারা নুরের চালা বোডঘাট বাসায় থেকে সোমবার দিবাগত রাতে রিকশাচালক মো. ইউনুস আলী (৫৭) মরদেহ উদ্ধার করেন সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য আজ সকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।