রাজকীয় ঈদ হেঁটে গেল ঢাকার রাজপথে

জাকির আবু জাফর

প্রকাশিত : এপ্রিল ০১, ২০২৫

অকস্মাৎ সুলতানি আমলের রাজকীয় ঈদ হেঁটে গেল ঢাকার রাজপথে।
যে রাজপথ শহিদি রক্তে ভিজে উঠেছিল একদিন
বুলেট-বুকে দাঁড়িয়েছিল তারুণ্যের সাহস!
সে পথেই বর্ষিত ঈদ-আনন্দ-শ্রাবণ!

ঈদ-উৎসবে সওয়াবের ফিরনি ঢালে ফেরেশতারা! দান করে পবিত্রতার আতর!
সেই পবিত্রতায় হেসে উঠলো বাংলাদেশ
হযরত ঈসার সঙ্গে গোর ফেঁড়ে ওঠা
নুহের পুত্রের মতো কালের কবর থেকে উঠে এলো আমাদের সম্ভ্রান্ত অতীত!
উঠে এলো প্রাচুর্যের প্রাচীন ঈদ
এই তো ইতিহাসের নতুন সালতানাত
প্রাচীন অথচ কী বিস্ময়কর আধুনিক
দৃশ্যটি একদমই ঐতিহ্যিক জেল্লাদার!

কত মিছিলই তো হেঁটে যায় রাজপথে
দেশ বিক্রির বেঈমানি মিছিলও কম দেখিনি!
স্বাধীনতাকে স্বাধীন করার জুলাই বিপ্লবের
মিছিল থেকেই ঈদ-মিছিলের জন্ম,

ঢাকার রাজপথে বিস্ময় আনন্দের এই পাণ্ডুলিপিটি ঈদুল ফিতরের!
ঈদ মুবারক! ঈদ মুবারক! আহা কী মধুর ধ্বনি!
সবার ঠোঁটে হাসির পায়েস
জ্বলজ্বলে চোখে খুশির শিরনি
কণ্ঠে উপচানো আনন্দের সেমাই
এমন মিছিলেই পরিতৃপ্ত আমার বাংলাদেশ!

আমাদের জনতার ইচ্ছেগুলো লিখতে গেলে
স্বপ্নগুলো আঁকতে গেলে এবং
ভবিষ্যত দরোজাগুলো খুলতে গেলে,
আশার নকশাটি হবে এমনই বর্ণিল ঐতিহ্যিক
এর পৃষ্ঠায় পৃষ্ঠায় খুশির পাপড়ি

হঠাৎ ঘুম ভাঙলো ঢাকার, আড়মোড়া ভেঙে ঝরঝরে হয়ে উঠলো বাংলাদেশ
এমন বাঁধভাঙা আনন্দ-প্লাবন কখনও দেখেনি এই জনপদ
পৃথিবীর মানুষগুলো চোখ উল্টিয়ে দেখলো আনন্দে ভাসছে ঢাকা মহানগরী
আকাশে মিটি হাসছিল ফেরেশতাদের দল
এ যেন ঈদ-উৎসবের রাজধানী বাংলাদেশ!