![রহমান হেনরী রহমান হেনরী](https://www.chharpatra.com/media/imgAll/2020May/L20250213115948.jpg)
রহমান হেনরী
রহমান হেনরীর ৩ কবিতা
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৫
প্রবেশোদ্যতা
ধারণাসম্মত নারী—
এসেছে, আমার বাড়ি;
এসে বলছে, দুয়ারে কি টোকা দিতে পারি?
আমি বলছি, না—
এভাবে, পারো না;
টোকা কিন্তু জটিল ধারণা!
আগুনের আছে প্রয়োজন
আগুন রচিত হোক বৃক্ষে
ফুলে ফুলে
আগুন রচিত হোক মূলে
আগুন রচিত হোক নদীর দুকূলে
অযথা ধমক দিচ্ছে
খটখটে, শুকনোতর হাওয়া
পেকে যাওয়া
আগাছার বন
আগুনের আছে প্রয়োজন
আগুন রচিত হোক মাঠে
আগুন রচিত হোক
হঠাৎ, ক্ষ্যাপাটে—
সমগ্র ভূগোল হোক আগুনের বন
আগুনের আছে প্রয়োজন
চতুর্দশপদী এভাবেও লেখা যায়
স্বর্ণ খোঁজা— স্বর্গ খোঁজা, আমার ধর্ম নাকি?
কোদাল আছে, ফোস্কাপড়া সাঁওতালি দু’হাতে—
খনন নেশায় যাইনি তোমার ক্যালিফোর্নিয়াতে।
কষ্ট আছে; কিন্তু আমার ইচ্ছেবরণ পাখি
গান গেয়ে যায়, হঠাৎ সুরে, নতুনে তার বাণী
মুদ্রিত আজ, হাতের লেখায়— আসমানি নোটবুকে;
কোন দেশে কে ভিখারিনী, কোন বুকে কে রানি—
বলা যেতই— অকস্মাতের হাওয়ার গন্ধ শুঁকে;
সব কাহিনি উসকে তোলাই— আমার কর্ম নাকি?
বুকের ভেতর খাদ খুঁড়েছি: রাতের দুপুরবেলা—
তার মানে কি— স্বর্ণ এবং স্বর্গ খোঁজার খেলা?
বরং তোমার স্বপ্নগুলোর বিপ্রতীপে থাকি—
তুমি আমার সকাল— দুপুর— নাকি: সন্ধ্যাতারা?
কেউ জানে না— কিন্তু, হঠাৎ— জবাব হাঁকায় কারা?