রহমান মুফিজ
রহমান মুফিজের কবিতা ‘সুড়ঙ্গনিনাদ ১’
প্রকাশিত : ডিসেম্বর ৩১, ২০২২
অনন্ত আদিম আমি, আকাশের তন্দ্রা থেকে নেমে
বিহ্বল নদীর মতোন চারিয়ে দিয়েছি আনন্দ
পৃথিবীর প্রথম পুত্রীর চোখ, প্রথম পুত্রের ঠোঁট
অরণ্যের সংলাপের ভেতর হয়েছে উন্মাদ—
সে গভীর মদের গভীরে আজও মৃদঙ্গ আমি
সে গভীর সংলাপের গন্তব্যে দিকহারা মনোবল;
এ প্রাচীন প্রাণ, এ তীর্থ গিয়েছে ডুবে অনঙ্গ তরঙ্গে—
ভ্রমণের প্রশস্ত শিরার মধ্যে রয়েছে তার অযুত চিহ্ন।
আশ্চর্য আদিম আমি, তোমার জন্মের ভেতর লুকিয়ে
রাখা শ্যাওলাঘ্রাণ থেকে যতবার হামাগুড়ি দিয়েছি
তৃষ্ণার দিকে— ততবারই মায়াবন, ততবারই নাভীফুল।
আমাকে জড়িয়ে রাখবার মতো কোনো উষ্ণতা নেই
ফুঁসলানোর মতো কোনো জীবন নেই পৃথিবীতে। তবু
বিগ্রহের নিচে দাঁড়িয়ে এ চিৎকার করছি শোনো—
আমাকে পর্বতের দোহাই দিয়ে উলঙ্গ করো না
কোনো উচ্চতাই আমি ডিঙ্গোতো পারিনি। কোনো দিন
কোনো স্তনাগ্রচূড়াও আমাকে করেনি হতাশ। সে দিয়েছে
হৃদয়ের নির্দেশ, সে দিয়েছে সীমাহীন মাতৃগন্ধ। তাকে প্রণাম।