
যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে রাজি জেলেনস্কি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : এপ্রিল ০৮, ২০২৫
যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি করতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চুক্তি সম্পন্ন করতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, যুদ্ধের পর ইউক্রেনে বড় বাজার পেতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশের খনিজ সম্পদ হস্তগত করতে চায়। ইউক্রেন এই শর্তগুলি মানলে তবেই যুক্তরাষ্ট্র তাকে সামরিক সাহায্য দেবে।
মাসখানেক আগে এই চুক্তি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যান জেলেনস্কি। ক্যামেরার সামনে ট্রাম্পের সঙ্গে তার প্রবল বিতর্ক হয়। যার জেরে চুক্তিতে স্বাক্ষর না করেই দেশে ফিরেন জেলেনস্কি। শেষপর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই চুক্তিতে যেতে সম্মত হলেন তিনি।
জানা গেছে, ইউক্রেনের একাধিক মন্ত্রী এই প্রতিনিধি দলে থাকতে পারেন। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের একটিই চাহিদা। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন সামরিক সাহায্যের বিষয়ে যে চুক্তি হয়েছিল, তা বহাল থাকবে।
সামরিক সাহায্য কোনোভাবেই তারা ঋণ হিসেবে গ্রহণ করবে না।