ময়নুল ইসলামের কবিতা ‘রোজ নষ্ট হচ্ছি’

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৪

আমি রোজ নষ্ট হচ্ছি,
আমি ক্রমশঃ ছোট হচ্ছি,
নষ্ট হতে যেয়ে প্রতিনিয়ত পাচ্ছি
অবর্ণনীয় অনুভূতির অসহনীয় কষ্ট!

 

আমায় কষ্ট দেয় একটি
মনোমোহিনী চুলের ঘ্রাণ;
উন্নত-চিবুক-ঘাড়, স্নিগ্ধ চাহনি আর
পাখীর পালকের মতো তুলতুলে কান!

 

তোমায় ভেবে আমার নষ্ট হওয়ার
প্রথাগত প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে রোজ;
তুমি কস্মিনকালেও ভাবোনি আমায়,
ভুল করেও করোনি ফোন, রাখোনি কোনো খোঁজ

 

আমি নষ্ট হতে এসেছি সুখের হাটে
সুসজ্জিত সৌন্দর্যের পসরা দেখে
আমি দরদাম করতে লজ্জা পাচ্ছি;
আমি নষ্ট হতে যেয়ে তোমায় ভেবে কষ্ট পাচ্ছি!

 

কষ্ট দিচ্ছে আমায়, তোমার পুরোনো কিছু কান্না,
কষ্ট দিচ্ছে তোমার মুখাবয়বে
ভেসে বেড়ানো কিছু মেঘ, আমি
মূলতঃ এভাবে অবেলায় আর নষ্ট হতে চাই না!

 

আমায় অবিরাম কষ্ট দিচ্ছে তোমার শব্দহীন
সমান্তরাল অনুভূতিহীন নীরবতা,
জাগতিক জিজ্ঞাসা চিহ্নের উত্তরশূন্য চাহনি,
আর অবুঝ পোষা বিড়ালছানার মতো নির্লিপ্ততা!

 

আমি ক্রমশঃ ছোট হচ্ছি,
আমি রোজ নষ্ট হচ্ছি;
নষ্ট হতে যেয়ে প্রতিনিয়ত পাচ্ছি, অবর্ণনীয়
অনুভূতির অসহনীয় কিছু এক্সকুসিভ কষ্ট!