মোহাম্মদ নাসিরুল্লাহর গুচ্ছকবিতা

প্রকাশিত : ডিসেম্বর ১৩, ২০২৩

কিচিরমিচির মিউজিয়াম

আজকে
অনেক কিছুই হতে পারে।
কিন্তু কিছুই হবে না;
যা হতে পারতো।

হয়তো এখানে হবে না;
অন্য কোথাও হবে নিশ্চয়ই।
এখানে নয়।

১.
চলুন অন্য কোথাও,
একটি মিউজিয়াম গড়ি।
যেসব ভাষা হারিয়েছে তাদেরকে
সংরক্ষণ করি;
যেসব ভাষা হারিয়ে যাচ্ছে
তাদেরকে এখানে আহ্বান করি। আর
যেসব ভাষা হারানো যাবে না;
তাদেরই চর্চা করি কেবল!

২.
চলুন আরবি থেকে বাংলা পড়ি
বাংলা থেকে ইংরেজি পড়ি
ইংরেজি থেকে চাইনিজ জাপানিজ গিজগিজ...

৩.
প্রতিদিন ভাষা হারিয়ে যাচ্ছে
পরিসংখ্যান বলে,
এমনকি পাখিদের ভাষাও!

৪.
কিচিরমিচির মিউজিয়ামে সুস্বাগতম

অভিধান

আমার এই নতুন অভিধান
এই অভিধানে ভালো মানুষের
কোনো স্থান নাই,
খারাপ মানুষেরও কোনো জায়গা নাই
শয়তান নামের কোনো পদার্থ নাই
তবে মানুষ নামের এক সত্তা আছে
যে মানুষ ভালো কাজ করবে
সে পুরস্কৃত হবে নিশ্চয়ই
এবং যে মানুষ মন্দ হবে
তার শাস্তির বিধান আছে।
আর আছে এক মানুষ গড়ার কারিগর
তিনি অদিতি।
তিনি কারও দ্বারা সৃষ্ট নন।
তিনি নিজেই নিজের স্রষ্টা।

এই দেখ

খাঁচার মধ্যে সাপ
এইখানে কোনো মুরগি বা ব্যাঙ নাই
খাঁচাটা আমি কাল কাপড় দিয়ে ঢেকে দেই
তারপর বিড়বিড় করে মন্ত্র পড়ি
এরপর কাপড়টি হ্যাঁচকা টানে সরিয়ে
দেখাই– কি?
এখানে কোনো সাপ নাই।
আছে একটা ব্যাঙ।

নেতা

তুমি কিছুই দেখলে না?
পাহাড়ের সমান উঁচা উঁচা সাপের দল
তাদের ফণায় ফসফস করে জ্বলে
যেমন জ্বলে অনুতাপ তোমার মনে
তুমি কিছুই শুনলে না?
তুমি জানতে পারোনি এমন বিশাক্ত বিচ্ছেদের কারণ
এত তোমার গতজন্মের মতমাতানো নিষিদ্ধ কর্মের ফসল?
এত্ত বড় বিচ্ছু অদূরেই পায়চারী করে যেন, দেখ;
আগুনে তপ্ত ক্রদ্ধ অগণিত উট
তোমার উত্থাপনের অপেক্ষায় ছিল এতদিন।
ক্রদ্ধ অগ্ন্যুৎসবে তোমাকে পোড়াবে
ক্রোধের কারণ কি?
এই ক্রোধের কারণ
হয়ে উত্থাপিত হওয়া কি আনন্দের?
তোমাকে বলছি, হ্যাঁ তোমাকেই বলছি নেতা
তোমার এই নেতিবাচক নেতৃত্ব
তোমার জন্যে
আনন্দের নয়।
দহনে দংশনে।

মেঘে

কানাডার আকাশে মেঘেরা জলশূন্য
নিচে লালমুখি ভারবাহী
রক্তাভ রঙিন গাড়ি,
দ্রুত বেগে সরে যায়,
যেমন শীতের আগমনে
লাল পিপীলিকা
দিগ্বিদিক ধায়।
রাস্তায়ও মেঘের হাইব্রিড ছায়া।
ঘন সবুজ কালো গাছের মাথা
মেঘের ছায়া মাথায় তুলে, আজও
সেজদায় নত ছায়াঘন দিন
অনেক দূর পর্যন্ত।
রুগ্ন প্রান্তর এবং ক্লান্ত দরদী সুর্যাস্ত ফণা,
সর্পিল নদিটির ওপরে মেঘের মায়া রাখুক।
ঊর্ধ্বে উরুক সাদা জাহাজ আর এক মাস্তুল পরিভ্রমণকারী সামুদ্রিক পাখি
এবং অন্যান্য ভাসমান জন্ম
আমিও ভাসি, ভেসে যাই সাময়িকভাবে উড়ন্ত বেহুলার সুরে সুরময়।
নিউ ইয়র্কের দুরন্ত সুর্যাগ্নি বিদগ্ধ তাপ সন্তাপ
দিন পেছনে।