মেহদি রাসেল
মেহেদি রাসেলের কবিতা ‘আমাকে পুড়িয়ে ফেলো’
প্রকাশিত : মার্চ ০১, ২০২৪
উৎসর্গ: বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি
আমাকে পুড়িয়ে ফেলো
আমাকে মারো
কোণঠাসা আমাকে
চেপে ধরো আরও।
আমাকে যখন খুশি
রাস্তায় ফেলে—
গুলি করে দাও তুমি
ওগো মন্ত্রীর ছেলে।
দূষিত বাতাস ভরে
আমার রুগ্ন বুকে
তুমি হানিমুনে যাও
তুমি থাকো সুখে।
আমাকে সড়কে মারো
এবং পানিতে
ব্যাংক বীমা লুটে নিয়ে
জুড়ে দাও ঘানিতে।
আমাকে বাজারে ছাড়ো
চালচুলোহীন
আমাকে দেখিয়ে আনো
কোটি ডলারের ঋণ।
আমাকে মারতে থাকো
মারি ও বন্যায়
তোমাদের দোষ নেই
আমারই তো অন্যায়।
আমাকে শোষণ করো
যতটুকু পারো
যতভাবে সম্ভব
ততভাবে মারো।