মেহেদি আশরাফের ৫ কবিতা

প্রকাশিত : মার্চ ৩০, ২০২১

ইশক

চন্দ্রকলার চেয়ে বড় নয় কোনো শিল্পতত্ত্বের বাহাস
খুঁজে দ্যাখো কি চায় তোমার মন— পিঞ্জর,
পালঙ্ক নাকি প্রেম, যাই চাও হয়তোবা পেয়ে যাবে শেষে
একাগ্রতায় ঘেরা ইশকের স্তূপ, রাতদিন অথবা অলঙ্কারের ঝড়।

জন্মদাগ

শিরিষ গাছের তলায় বায়ুপ্রবাহ থামায়— যত পরাবাস্তব কল্পনা, মাটিতে দাগ পানিতে দাগ
গাভীর দুধের মতো জোৎস্নার আলোতেও দাগ
এই দাগ লুকিয়ে থাকে পাতার শরীরে, ফুলঝরা সন্ধ্যায়— রঙের বাহার ছোটায় হলুদ বাঘের গায়ে

হালের বৈঠা ফেলে যে মাঝি ঝিনুক-শিকারি হয়— তার শরীরে থাকে হতাশা
মৃগনাভীর সুবাস খোঁজে যে বিমুখী স্রোতের মানুষ তার চেতনায় লোকান্তর

এই মাঠে দেখা যায় একদিন— সারস পাখির পায়ে জন্মদাগ।

অভ্যস্ততা

বেগানা শীতের মতো বাড়ছে শুধুই অভাব
দিনশেষে অভ্যস্ততাই পাখিদের স্বভাব।

কবরের ফুল

দূরে থাকে গৃহকথা দূরে থাকে ভুল
একা একা জেগে থাকে কবরের ফুল।

শোক

যে পাতা হাসতে থাকে অসহায় স্বর্ণলতার শোকে
সেও তো ঝড়ে যায় একদিন অনির্ণেয় কোনো রোগে।

কবি পরিচিতি: জন্ম ও বেড়ে ওঠা নাটোর জেলায়। বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়নরত। কবিতায় পেয়েছেন `জলধি` তরুণ লিখিয়ে পুরস্কার ২০২১