মেট্রোরেল

সময়ের ছড়া

পারভীন সুলতানা:

প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৪

হাওয়ার বেগে উড়ে চলে
নতুন গাড়ি মেট্রোরেল
বিদ্যুতে পথ চলতে পারে
লাগে না তার মবিল, তেল।
দূরত্বকে নাই পরোয়া
চোখ পলকে দেয় পাড়ি
জাদুকরি বাহনটা হঁ্যা
মেট্রো নামের রেলগাড়ি।

উত্তরাতে মন টেকে না
যাও না ঘুরে আগারগাঁও
চট জলদি টিকেট কেটে
মেট্রো ট্রেনে বাড়াও পাও।

তাকাবে না ডাইনে বাঁয়ে
আটকাবে না যানজটে
‘সময় মতো গন্তব্যে’
নয় কথাটা গানজোটে।