মীর হাবীব আল মানজুর

মীর হাবীব আল মানজুর

মীর হাবীব আল মানজুরের দুটি কবিতা

প্রকাশিত : অক্টোবর ০২, ২০২৪

শিয়াদের নিয়ে

তোমাদের লেখার ভিতর সদিচ্ছা সদুত্তর কিছু নাই
শুধু ফুলপাখি নিয়ে লিখলে ইনসাফের কী হবে!

ঘুরেফিরে কালো পোশাক পরে শিয়ারা আজ স্বপ্নে এসেছে
তারা মর্সিয়ায় শোমার সার্কেল করে
আর বলে মাহদি রাসুলির সুরে তাদের আত্মা নাচতেছে
আমার খান্দান শিয়াদের থেকে হবার সম্ভাবনা ডুকরে ওঠে

আমার খুব ইচ্ছা করে পিছনে ফিরা যাই,
আর ফাতিমার সন্তানদের ইতিহাস কাছ থেকে দেখি

মন চায়, আজ লোকদের সওয়াল করি,
আহলে বায়তের সাথে কীসব হয়েছিল!
কেন ইরানের লোকেরা এত হায়দার হায়দার করে!

হাসান, তোমাকে হেমলক কে খাওয়ালো!
হোসাইন, তোমার জন্য সিমার ধেয়ে আসছে
নানাজির হাতে কোন রক্তের গেলাস!
পুরা পৃথিবী দেখো কেবল গুমরে কাঁদছে

কালো পোশাক তবু শিয়ারা পরেছে আজ
ওদেরই লালচ কি কুফাকে এমন রাঙালো!
সুরুজ নামতেছে ধীরে কারবালার লালাভ মহিমে

চারদিকে বাতাস কাঁপে যেন আব্বাসি ইউটোপিয়া
তখন রুহ নাকি আকল, কী ছিল বেশি মরমিয়া!

মীর হে,
ওগো আবুল আসওয়াদ্দু,
তোমাকে নবিজির আলী কী শিখিয়েছিল,
তুমি কেন ফাতিমার দুলহাকে আবু বকর ও ওমরের ওপর ভাবতে!

তোমরা কি ভাবো সব ফেইক, সব শিয়াদের বানানো খাহেশাত!
মাহদি রাসুলি তাহলে কিভাবে সুরের কারবালা তৈয়ার করে!

বুকে হাত মারছে কালো পোশাক পরা লোকেরা আজ,
হুতিদের ওপর কারা আগুন চাপাচ্ছে!

কখনো নিজেকে শিয়া মনে হওয়ার ভাবাবেশ তৈরি হয়,
আর চারপাশে সুন্নিদের পলিটিক্যাল আছর অবশ করে ফেলে

আমি যেই হই, কিভাবে জুলুমের পক্ষে বলি!
মজলুমের পক্ষে আমি ঝুঁকেই কি যাব না!

আমি যা লিখি তা অত্যন্ত জরুরি বিষয়ে
যারা খেয়াল করবে, শুধু তারাই বুঝতে পারবে

ইয়েমেন আমাদের এক সাহসি কারবালা

ছোট থেকে শুনলাম,
ইয়েমেন থেকে আসছে ওরা,
আমাদের বাবা হলো ওরা, দাদা হলো
আমরা কেমনে যেন ইয়েমেন থেকে আসলাম এইভাবে

শাম নিয়া অত খবর কোনোদিন রাখি নাই,
এখন ইয়েমেন ভাবলে দেখি সাহস শব্দটা টগবগ করে,
যদিও ইয়েমেন শামের ভিতরে নয়,
তবু রক্ত ও স্বজন আমরা ভাগাভাগি করে নিয়েছি তো

কালাশনিকভ,
তোমার অসরো থেকে গোলাপটা তুলে রাখো
যেন স্বজনের দিকে হায়েনার দাঁত আমরা খুলে নিতে পারি

কোরান খুললে ইয়েমেনের কথা পাবা,
তুমি যদি কুটুম হয়ে যাও অদের কাছে
দেখবা এক কুমকুমে হাওয়া,
এমনই ইয়েমেন, যেখান থেকে আমি আসছি,
কাবার ডানদিক দিয়ে চলে গেলে এ শহর,
আম, খেজুর আর আঙুরের বাগান ছেয়ে আছে

লাল সাগরের ওপর দিয়ে যেতে পারবে না কোনো খুনি আমার স্বজনের দিকে,
আমার যা আছে তা নিয়েই আমি ঈগলের মতো বড় হৃদয়
আর সাহসি সিপাহসালার হয়ে এই দেখো দাঁড়ায়ে আছি