
মিয়ানমারে বাতাসের প্রতিটি ঝাপটায় লাশের গন্ধ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : এপ্রিল ০১, ২০২৫
মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১৯ জনে। ক্ষমতাসীন জান্তা প্রধান মিন অং হ্লাইং এ তথ্য জানিয়েছেন।
দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, “মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যেতে পারে। এ প্রাকৃতিক দুর্যোগে ৪৫২১ জন আহত হয়েছে এবং ৪৪১ জন নিখোঁজ রয়েছে।”
মিয়ানমারের সাগাইংয়ের বাসিন্দা থার এনগি সেখানকার বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেন, “বাতাসের প্রতিটি ঝাপটায় লাশের গন্ধ ভেসে আসছে।”
শুক্রবার স্থানীয় সময় দুপুরে মিয়ানমারের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি হয়। তীব্র এ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের এক হিসাব থেকে ধারণা পাওয়া গেছে।
এটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর ধাক্কায় মিয়ানমারের রাজধানী নেপিদো, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের বহু আধুনিক ভবনের পাশাপাশি অনেকগুলো প্রাচীন বৌদ্ধ মন্দির ধ্বংস হয়ে গেছে।
মিয়ানমারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর আশ্রয়, খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি) জানিয়েছে, মান্ডালে ও ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকাগুলোতে আশ্রয়, খাদ্য, পানি এবং চিকিৎসা সহায়তা খুবই জরুরি।
আইআরসি-এর এক কর্মী জানিয়েছে, ভূমিকম্পের ভয়াবহ অভিজ্ঞতা পার করার পর এখন মানুষ আফটারশকের আতঙ্কে রয়েছে। তারা রাস্তায় বা খোলা জায়গায় রাত কাটাচ্ছে। তাঁবুর খুব বেশি প্রয়োজন। কারণ যাদের বাড়িঘর অক্ষত রয়েছে, তারাও ভেতরে ঘুমাতে ভয় পাচ্ছে।