মিছিল খন্দকারের তিনটি কবিতা

প্রকাশিত : জানুয়ারি ০৩, ২০২২

ব্যাড মর্নিং

সকালবেলা জানলা দিয়ে
সূর্য ঢোকে পরের ঘরে
ভুল দিকের এই বাসায় বসে
খোদা আমার ঈর্ষা করে!

বহুদূর

দেখি দুর্গ থেকে দূরে ছায়া-শীতের আয়োজন
বহুদিন গেল বাংকারে; রাখা অন্য কোথাও মন

তাকে আনতে যাওয়ার তাড়া ছিল টাল খাওয়া ইচ্ছার
তবু পারদ-বসে থাকা নিয়ে যুদ্ধদিনের ভার

এত কামান গর্জে ওঠে, পড়ে বোমা সন্নিকটে—
যত সমরে মৃত্যু শুনি শান্তি আনে বটে!

তায় আহত সৈনিক খায় কবুতরের স্যুপ
কথা গুপ্তঘাতক হলে থাকে ব্যাঙের বিশ্ব চুপ

আসে শীতের দিনের বারি, তাতে বাড়তে থাকে হিম
হলো যুদ্ধ তো শেষ ঘোড়া, বলো কোথায় তোমার ডিম!

কোন দেশের থেকে মিহি আসে হাওয়ায় ভেসে সুর
আজ নিজের থেকে নিজে বহু আলোকবর্ষ দূর!

বাঁক নেয় পারাবার

অন্য দেশের ভিন্ন হাওয়ায় তুমি
মসৃণ পথে কাঠবিড়ালির দেখা
বৃষ্টির দিনে পাড়াগাঁও মনে করে
বুকের মধ্যে কেউ যেন ডাকে, কেকা!

কী যে আসে মনে! যায় কিছু চলে?
কথা বলে আসমান—
তোমার দেশের বজ্র ডাকলে
খাড়া করি আমি কান

ডাক দিলে নাকি! মন ধরে বসো
নদীর ধারার পাশে
চমকে ওঠার পরের জীবন
অযথা হঠাৎ হাসে

হা হা করে চলে, হ্রেষা ধ্বনি তোলে
বলার থাকে না আর
যা কিছু ঘটনা জীবনব্যাপিয়া—
বাঁক নেয় পারাবার!