মাহবুব কবিরের তিনটি কবিতা

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৩, ২০২৫

নব্বইয়ের দশকের মেধাবী কবি মাহবুব কবির। এবার বইমেলায় ‘বাতিঘর’ থেকের বের হচ্ছে তার কবিতার বই ‘ওপরে ওঠার সিঁড়ি’। বই থেকে তিনটি কবিতা পাঠকদের উদ্দেশে...


জিকির

ঘরবন্দি এই চৌদ্দ দিনের চিল্লায়
কত সুরে ডাকতেছি মা... মা...।
সাড়া নাই, তবু করি বেদম জিকির—
ফকিরি কায়দা, মনে আনে শান্তি,
মনে আনে আশা, তুমি আসবা আকাশ থেকে—
চুপিচুপি আলোর শক্তির মতো।

এসে তুমি দরজার ফাঁক দিয়ে রেখে যাবা ভাত—
বিরই-চালের ভাপওঠা লাল ভাত,
সাথে ভর্তা উগল মাছের,
ধাড়ি শোল-গজারের কুটি-বিরান,
ধুনি ধুনি চান্দা-চিংড়ি-বাতাসির পোড়া পোড়া সালুন।

যদি তুমি আসতা আকাশ থেকে নেমে—
স্বাদ-গন্ধহীন এই করোনার কাল
সুবাসে উঠত ভরে তোমার সালুনে।
আর আমি দ্রুত জেতা হয়ে উঠতাম,
তাজা হয়ে উঠতাম।

ফিলিস্তিনি শিশুর রক্তে বানানো মদ

তফাত যাও—
গুলি করো, গোঙানি শোনো,
ধনুক-টানায় মেরুদণ্ড ভেঙে দাও,
হাড্ডি-ভাঙা শোনো,
গলা কাটো, রক্তধারা শোনো,
মাংসপেশির তিরতির কাঁপাকাঁপি দেখো,
উল্টে যাওয়া সাদা চোখ দেখো।
পারকিনসন্স রোগীর মতো কাঁপছ কেন তুমি?

এই দিকে দেখো, আকাশে সুপারনোভা—
গাজায় আগুনের উল্লাস।
হাততালি দাও। হাততালি দাও।

এই নাও, ফিলিস্তিনি শিশুর রক্তে বানানো মদ...চিয়ার্স...

মামলা
মামলা একটি কাগজ—
প্রেমপত্র,
আমাকে লিখেছ তুমি।