মানসিক যন্ত্রণায় ইজরায়েলি সেনারা, ৬ সেনার আত্মহত্যা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২৪, ২০২৪
গাজা যুদ্ধের ভয়াবহতায় মানসিক যন্ত্রণায় ভুগছে ইজরায়েলি সেনারা। সম্প্রতি ইজরায়েলি ৬ সেনা আত্মহত্যা করেছে। মানসিক অসুস্থতার চিকিৎসা নিচ্ছে হাজার হাজার সেনা সদস্য।
মানসিক সমস্যায় ভোগা ৩ ভাগের ১ ভাগ সেনার মধ্যেই রয়েছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ। তাদের দাবি, চলমান যুদ্ধে আহত সেনার চেয়ে মানসিকভাবে অসুস্থ সেনার সংখ্যা বেশি।
তদন্ত রিপোর্ট অনুসারে, মানসিক আঘাতে ভুগছে এমন সৈন্যের সংখ্যা যুদ্ধে শারীরিক আঘাতপ্রাপ্তদের ছাড়িয়ে যেতে পারে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট শুক্রবার ইঙ্গিত দিয়েছে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাজ্যে ঢুকলে গ্রেফতার হতে পারেন।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি। যুক্তরাজ্যে ঢুকলে নেতানিয়াহুকে আটক করা হবে কিনা, এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখপাত্র ‘পরিস্থিতিগত প্রশ্নে’ মন্তব্য করতে অস্বীকার করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র নিশ্চিত করেন, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনের অধীন থাকা বাধ্যবাধকতাগুলো সব সময়ই মেনে চলে যুক্তরাজ্য সরকার। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার নেতানিয়াহু ও ইজরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।
চুক্তি অনুযায়ী, এ আদালতের সদস্য দেশগুলো এই পরোয়ানা কার্যকর করতে বাধ্য। চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যও রয়েছে।
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরই ডাউনিং স্ট্রিট জানায়, যুক্তরাজ্যের সরকার আইসিসির স্বাধীনতাকে সম্মান করে এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখবে। যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অ্যাক্ট ২০০১ অনুযায়ী, সর্বোচ্চ এ আদালত যদি কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করেন, তাহলে একজন মনোনীত মন্ত্রী অনুরোধটি একজন উপযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তার কাছে পাঠান।
ওই বিচার বিভাগীয় কর্মকর্তা পরোয়ানাটি যুক্তরাজ্যে কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেন। সূত্র: আনাদুলু এজেন্সি