মাওলানা মুহাম্মদ আবদুর রহীমের আজ ৩৭তম মৃত্যুদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০১, ২০২৪
বাংলাদেশের ইসলামি দর্শনের পথিকৃত মাওলানা মুহাম্মদ আবদুর রহীমের আজ ৩৭তম মৃত্যুবার্ষিকী। পিরোজপুরের কাউখালির শিয়ালকাঠি গ্রামে ১৯১৮ সালের ২ মার্চ তার জন্ম। ১৯৮৭ সালের ১ অক্টোবর দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
১৯৩৮ সালে রহীম শর্ষিনা আলিয়া মাদরাসা থেকে আলিম পাস করেন। ১৯৪০ সালে কলকাতা আলিয়া মাদরাসা থেকে ফাজিল পাস করেন। ১৯৪২ সালে একই মাদরাসা থেকে প্রথম শ্রেণিতে টাইটেল পাস করেন। ১৯৪৩-৪৫ সালে কলকাতা মাদরাসায় কুরআন ও হাদিস সম্পর্কে গবেষণার কাজ সম্পাদন করেন।
তিনি ১৯৪৮-৪৯ সালে পাকিস্তানের আদর্শ প্রস্তাব আন্দোলনে অংশগ্রহণ, ১৯৪৯-৫০ বরিশাল থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘তানজীম’ পত্রিকা সম্পাদনা করেন। তিনি ১৯৭৬ সালে আইডিএল প্রতিষ্ঠা করেন। ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে সংসদে আইডিএল পার্লামেন্টারি গ্রুপের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৪ সালে আইডিএলের নাম পরিবর্তন করে ইসলামী ঐক্য আন্দোলন প্রতিষ্ঠা করেন এবং আমৃত্যু চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালের ৩ মার্চ ‘ইসলামী শাসনতন্ত্র আন্দোলন’ নামে একটি মোর্চা গঠন করেন তিনি।
মাওলানা আব্দুর রহীম বিজ্ঞান ও দর্শনের আলোকে ইসলাম ধর্মকে ব্যাখ্যা করে অসংখ্য গ্রন্থ লিখেছেন। অনুবাদও করেছেন অনেক বই। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিবর্তনবাদ ও সৃষ্টিতত্ত্ব, পরিবার ও পারিবারিক জীবন, ইসলামের অর্থনীতি, ইসলামে জিহাদ, সুন্নাত ও বিদআত, আল কুরআনের আলোকে উন্নত জীবনের আদর্শ, আল কুরআনে শিরক ও তাওহিদ, আল কুরআনে রাষ্ট্র ও সরকার, হাদিস সংকলনের ইতিহাস, ইসলামে হালাল হারামের বিধান, জাকাত বিধান, আহকামুল কুরআন।