মহানবিকে নিয়ে কটূক্তি, ছাত্রলীগ নেতা আটক

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১৭, ২০২৫

নাটোরের সিংড়ায় ফেসবুকে মহানবি হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান স্বচ্ছকে রোববার দিবাগত রাত ১২টার দিকে সিংড়া বাজার এলাকা থেকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ফেসবুকে রাজনৈতিক একটি পোস্টে কমেন্টে মহানবি হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করেন খাজুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান স্বচ্ছ।

এরপর ফেসবুকে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। এ সময় স্বচ্ছর শাস্তির দাবি করে জনতা। পরে রাতে পুলিশ তাকে আটক করে।

কমেন্টে তানভীর আহমেদ লিখেছেন, “এদের শাস্তি বাংলাদেশের প্রশাসন দিতে পারবে না। এদেরকে জনগণের হাতে তুলে দেওয়া উচিত।”

মেহেদী হাসান লিখেছেন, “যারাই আমার নবি মহানবি হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি করবে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। সে যে দল বা যে গোত্রেরই হোক না কেন। কোনো ছাড় হবে না।”

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “রোববার রাতে মহানবিকে (স.) কটুক্তির করায় একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।”