মরমি শিল্পী আব্বাসউদ্দীন আহমদের আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২৭, ২০২৪

লোকজ গানের মরমি শিল্পী আব্বাসউদ্দীন আহমদের জন্মদিন। ১৯০১ সালের ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জের বলরামপুর গ্রামে তার জন্ম।

তার বাবার নাম জাফর আলী আহমদ ও মায়ের নাম বেগম লুৎফন নেসা। আব্বাসউদ্দীন যখন গান শুরু করেন, তখন ছিল বাংলার মুসলমান সমাজের নবজাগরণের কাল।

গানের জগতে আব্বাসউদ্দীনের কোনো ওস্তাদের তালিম ছিল না। আপন প্রতিভাবলে নিজেকে সবার সামনে তিনি তুলে ধরেন। প্রতিভাবান এই শিল্পী প্রথমে ছিলেন গ্রামের একজন গায়ক।

যাত্রা, থিয়েটার ও স্কুল-কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শুনে তিনি এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং নিজ চেষ্টায় গান গাওয়া শুরু করেন। এরপর কিছু সময়ের জন্য তিনি ওস্তাদ জমিরউদ্দীন খাঁর কাছে উচ্চাঙ্গসংগীত শেখেন।

রংপুর ও কোচবিহার অঞ্চলের ভাওয়াইয়া, ক্ষীরোল চটকা গেয়ে আব্বাসউদ্দীন প্রথমে সুনাম অর্জন করেন। এরপর জারি, সারি, ভাটিয়ালি, মুর্শেদি, বিচ্ছেদি, মর্সিয়া, পালাগান ইত্যাদি গেয়ে জনপ্রিয় হন।

তিনি দরদভরা সুরেলা কণ্ঠে পল্লীগানের সুর যেভাবে ফুটিয়ে তুলেছিলেন, তা আজও তুলনাহীন। লোকসংগীত শিল্পী, সংগীত পরিচালক ও সুরকার হিসেবে তার ব্যাপক খ্যাতি রয়েছে।

সংগীতে অবদানের জন্য তিনি মরণোত্তর প্রাইড অব পারফরম্যান্স, শিল্পকলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। ১৯৫৯ সালের ৩০ ডিসেম্বর তিনি মারা যান।