ভারি থেকে অতিভারি বর্ষণের আভাস

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০৯, ২০২৪

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ওমর ফারুক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলের আকাশে খণ্ড খণ্ড মেঘ ভেসে বেড়াতে পারে। তবে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কিছু কিছু অঞ্চলে যদিও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ৩ দিন আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। তবে বর্ধিত ৫ দিনে সামান্য পরিবর্তন হতে পারে।