
ব্রিজের রড চুরির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ০৭, ২০২৫
পিরোজপুরের নাজিরপুরে ব্রিজের স্লিপারের রড চুরির অভিযোগে উপজেলা বিএনপির ১ নেতা ও ২ কর্মীকে বহিষ্কার করেছে দলটি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিরোজপুর জেলা বিএনপি।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন: নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহিন, ইউনিয়ন বিএনপির কর্মী মো. হেদায়েত হোসেন ও জাহিদুল ইসলাম।
বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ও নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে তাদের সদস্যপদসহ সকল প্রকার পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হলো।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উপজেলা বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের বহিস্কৃতদের সঙ্গে কোনো প্রকার দলীয় সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হলো।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু বলেন, “দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও উপজেলা বিএনপির আবেদনে তাদের বহিষ্কার করা হয়েছে। যাদের দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।”
উল্লেখ্য, সোমবার গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের হামিদীয় কারিমিয়া জামে মসজিদ সংলগ্ন খালের উপরে একটি আয়রণ ব্রীজের মালামাল রাতের আঁধারে বিএনপি নেতা সরদার সাফায়েত শাহীনের নেতৃত্বে তার সহযোগীরা খুলে নেন। তারা ব্রীজের ঢালাইয়ের মালামাল খুলে নিয়ে গেছে।
বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহীন বলেন, “দুইদিন আগে আমি ঢাকায় এসেছি। ওই ব্রীজের মালামাল চুরি তো দূরের কথা, বিষয়টি আমি জানি না। আমার বিরুদ্ধে অপপ্রচার করছে একটি মহল।”