
বান্ডিল বান্ডিল টাকা বিলাচ্ছেন ছাত্রদল নেতা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ৩০, ২০২৫
নারায়ণগঞ্জে ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ বান্ডিল বান্ডিল টাকা বিলাচ্ছেন। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মাসুদুর রহমান মাসুদ রূপগঞ্জের বাসিন্দা এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। বর্তমানে জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মাসুদ।
২৭ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কালো পাঞ্জাবি পরা মাসুদ গুণে গুণে উপস্থিত লোকদের হাতে টাকা ধরিয়ে দিচ্ছেন। তাকে টাকা গুণতে সাহায্য করছে একজন।
মাসুদুর রহমান মাসুদ বলেন, “টাকাগুলো আমার ওয়াইফাই ও ডিস লাইনের ব্যবসার লাভের অংশ। আমি ১৫-১৬ বছর ধরে এই ব্যবসা করি। প্রতিবছর কর্মীদের পাঞ্জাবি কিনে দিলেও এবার সময়-সুযোগ না পাওয়ায় সরাসরি টাকা তুলে দিয়েছি।”