
বইমেলায় রাব্বি হোসেনের উপন্যাস ‘মেহু’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৪
অমর একুশে গ্রন্থমেলা ২০২৪-এ এবার প্রকাশিত হয়েছে তরুণ কথাসাহিত্যিক ও সাংবাদিক রাব্বি হোসেনের ৩য় উপন্যাস ‘মেহু’। বইটি প্রকাশ করছে ঘাসফুল। প্রচ্ছদ শিল্পী শামীম আরেফীন।
বইটি সর্ম্পকে কথাসাহিত্যিক রাব্বি হোসেন বলেন, ‘মেহু’ উপন্যাস একটি সাদাসিধে তরুণীর জীবনের গল্প। মেহু উপন্যাসের গল্পে আগমন ঘটেছে বিচিত্র চরিত্রের। প্রতিটি চরিত্রই একেকটি গল্পের কথা বলে। আপাতত এইটুকু বলব যে, মেহুতে আছে একজন তরুণ ও তরুণীর মধ্যে প্রেম-বিষাদ আর আক্ষেপের গল্প। আশা করছি উপন্যাসটি পাঠকের হৃদয়ে জায়গা করে নিবে।
‘মেহু’ রাব্বি হোসেনের তৃতীয় উপন্যাস। এছাড়া তার দুটো উপন্যাস ‘স্মৃতির রুমাল’ (২০২২) ও ‘নিশিদিন’ (২০২৩) বইমেলায় ঘাসফুল থেকে প্রকাশিত হয়েছিল। দুটো উপন্যাসই পাঠকপ্রিয়তা অর্জন করেছিল।