
বইমেলায় রথো রাফির কবিতার সংকলন ‘অক্ষর ও বালির পৃথিবী’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২০
নব্বই দশকের মেধাবী কবি রথো রাফির কবিতার সংকলন ‘অক্ষর ও বালির পৃথিবী’ প্রকাশিত হয়েছে আনন্দম প্রকাশনী থেকে। পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় ৬৯৭ নম্বর স্টলে।
স্প্যানিশ শিল্পী লুকা ব্রে’র চিত্রকর্ম ‘এল ট্রুয়েনো’ বা বজ্র অবলম্বনে প্রচ্ছদ করেছেন এনায়েত ইসলাম রুমি। দাম রাখা হয়েছে ৬৮০ টাকা।
জানা গেছে, ‘অক্ষর ও বালির পৃথিবী’র প্রকাশিত হওয়ার বেশ আগেই এ বিষয়ে ঘোষণা দেন রথো রাফি। প্রি-অর্ডারে পেয়েছেন ভালো সাড়া।
ফেব্রুয়ারির মাঝামাঝিতে সোশ্যাল মিডিয়ায় বইটির পাণ্ডুলিপি পড়ার প্রতিক্রিয়া জানান লেখক অর্ক অপু। সে সময় তিনি লেখেন, “এক মাসের প্রায় সমস্তটা জুড়ে যে মানুষটার লেখায় আমি বুঁদ হয়ে ছিলাম, তার নাম রথো রাফি… বইটার পাণ্ডুলিপি আমাকে আচ্ছন্ন করে রেখেছে, মোহে বেঁধে ছন্দ পতন ঘটিয়েছে আমার জীবনের, সময়ের স্বাভাবিক ক্রিয়ার।”