বইমেলায় এরশাদ সোহেলের কাব্যগ্রন্থ ‘অতৃপ্ত শহর’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৪

অমর একুশে বইমেলা ২০২৪ এ কবি এরশাদ সোহেলের প্রথম কাব্যগ্রন্থ অতৃপ্ত শহর প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে সৃজন প্রকাশনী। এটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

কাব্যগ্রন্থটি বইমেলায় ঐতিহ্য প্যাভিলিয়ন ২৫ এবং মাত্রা প্রকাশ এর ৪৬৬-৪৬৭ নং স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনে রকমারিতে পাওয়া যাবে। গ্রন্থটির মূল্য ২০০টাকা।

লেখক মোহাম্মদ এরশাদ সোহেলের বেড়ে ওঠা দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিন উপজেলায়। তিনি ১৯৮৫ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি নিজ জেলা থেকে স্নাতক শেষ করে শিক্ষক হিসেবে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। এরপর পূর্ব কোড়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সেখানে কর্মরত আছেন।

তার লেখালেখির হাতেখড়ি ২০০২ সালে একটি সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে। এরপর নিয়মিত সাংবাদিকতা করেন স্থানীয় দৈনিক আজকের ভোলা, দৈনিক দক্ষিণাঞ্চল, দৈনিক বাংলার বনে, জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকায়। এছাড়াও তিনি লিখেন কবিতা, ছোট গল্প, ফিচার, প্রবন্ধ। বাংলাদেশ টেলিভিশনেও পাঠ করে যাচ্ছেন ছড়া এবং কবিতা। পেয়েছেন মুক্তবুলি সাহিত্য সম্মাননা। ব্যক্তিগত জীবনে তিনি সস্ত্রীক শিক্ষক এবং ব্যবসায়ী, পাশাপাশি নিয়মিত সাহিত্য চর্চা করেন।