বইমেলায় আসছে মারুফ ইসলামের ‘জীবন এখানে এমন’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২০

বইমেলায় আসছে তরুণ গল্পকার মারুফ ইসলামের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘জীবন এখানে এমন’। প্রকাশক নহলী। স্টল নম্বর, ৩৭২। বইটির প্রচ্ছদ করেছেন, শিশির মল্লিক। মেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাবে।

বইটির বিষয়ে মারুফ ইসলাম বলেন, “বইটিতে রয়েছে ১৩টি গল্প। গল্পগুলোতে বহুবর্ণিল মানুষের জীবন, যৌবন, কাম, ক্রোধ, আর জীবনের কঠিন সংকটে কিছু না করতে পারার হাহাকার মিশে আছে।”

এর আগে ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল মারুফ ইসলামের প্রথম গল্পগ্রন্থ, সুইসাইড নোট। প্রকাশ করেছিল অন্বেষা প্রকাশন। পরের বছর একই প্রকাশনী থেকে বের হয় অনুবাদ সংকলন, সফলদের জয়গান।

লেখক বলেন, “লিখব না লিখব না করেও পাঁচ বছর নানা কিছু করেছি। ঘুড়ির মতো উড়েছি ভোকাট্টা। নদীর মতো মরেছি ঘুরে ঘুরে। তবু দিন শেষে ফিরে আসতেই হলো লেখালেখির কাছে। লেখালেখিই আমার সেই গোপন নাটাই, অদৃশ্য সমুদ্র।”

মারুফ ইসলাম আরো বলেন, “যে জীবন আমি যাপন করেছি, যে জীবন অবলোকন করেছি চোখের সামনে, সে জীবনের গল্পগুলোই বলার চেষ্টা করেছি।”

একুশে বইমেলা ২০১৮