বইমেলার ১৩তম দিনে নতুন বই এলো ১১০টি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৪, ২০২৪

বইমেলার ১৩তম দিন মঙ্গলবার নতুন বই এসেছে ১১০টি। সোমবার এ সংখ্যা ছিল ৯২টি। এ নিয়ে মেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা এক হাজার ১৪৮।

মঙ্গলবার বাংলা একাডেমির জনসংযোগ দফতর ও বইমেলার তথ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, সোমবার মেলাতে গল্প ৭টি, উপন্যাস ২৪টি, প্রবন্ধ ৫টি, কবিতা ২৯টি, গবেষণা ৩টি, শিশুসাহিত্য ২টি, জীবনী ১টি, রচনাবলি ২টি, মুক্তিযুদ্ধ ৪টি, নাটক ১টি, বিজ্ঞান ৩টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৫টি, চিকিৎসা/স্বাস্থ্য ১টি, ধর্মীয় ৬টি, অনুবাদ ৮টি, সায়েন্স ফিকশন ২টি এবং অন্যান্য ৩টি বই নতুন এসেছে।

বুধবারের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান
বুধবার বইমেলার ১৪তম দিনে মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ভাষাসংগ্রামী গাজীউল হক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন রাফাত আলম মিশু।

আলোচনায় অংশগ্রহণ করবেন সুজাতা হক এবং মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী।