ফিরোজ এহতেশাম

ফিরোজ এহতেশাম

ফিরোজ এহতেশামের কবিতা ‘ছেলেটি’

প্রকাশিত : অক্টোবর ২৭, ২০২১

যেন এই আলো রাতের পাহারাদার
যেন এই বায়ু দূর হতে আসিয়াছে

কবিতা হারানো কাঁদো কাঁদো মুখ- এ ছেলেটি তবে কার
ভূতুড়ে আলোয় নদীতীরে বসে আছে?

কখনও কি সেও নীল ছবি দেখেছিল
দরজা কিংবা বেড়ার ফোকর দিয়ে?

বাঁকা করা গ্রীবা, গ্রীবায় একটি তিলও
ছেলেটি দেখেছে বন্ধুকে সাথে নিয়ে?

২.
আজ তবে ফাঁস হোক সকল গোমর
পাত্র হতে ছলকে ওঠে পানি
পার্শ্ব সংঘর্ষে মাতে কোমরে কোমর।

৩.
দেখে সমরাস্ত্র তোর
বাজে প্রণয় সঙ্গীত
ওঠে রক্তে কলোরল
নাচে শান্ত জলধি

যাবে যে চলে যাবার
তবু তার কাছে গিয়ে
বলি যা আছে বলার
চলো বিদেশ বিভুঁইয়ে

একি তোমার চিঠিই
পড়ে আছে কার ঘরে
সে কি এখনও সেরূপ
কথা কয় মৃদু স্বরে

অতি দূর পৃথিবীতে
জেগে বসে আছ একা
ঢেউয়ে ভাসা তরণীকে
হলো বাঁকা চোখে দেখা

গাঢ় দিগন্তরেখায়
জাগো ঘোর সন্ধ্যাবেলা
দেখো তোমার শৈশব
সেথা করতেছে খেলা

এই তিল ধারণের
যদি কোনো গাত্র পাই
তবে চিবুকের নিচে
এঁকে রেখে যাব ভাই

তুমি সেই স্মৃতিটিকে
স্বপ্নে বহ আজীবন
আমি অভিশাপ দিই
যেন আমার মরণ

হয় তোমার পাশেই।
হয় তার অগোচরে...